মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর বলিউডে তারকা পরিবারের বাইরে থেকে অভিনয় করে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্ন দেখা ছেলেমেয়েদের প্রতি বৈষম্য করা হয়, স্বজনপোষণের ফলে তাঁরা বঞ্চিত হন, এহেন অভিযোগের জেরে ঘনিয়ে ওঠা বিতর্কের মধ্যে মুম্বই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ (মামি) মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল বোর্ড থেকে ইস্তফা দিলেন কর্ণ জোহর। তিনি ইমেল করে মামি ডিরেক্টর স্মৃতি কিরণকে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে খবর। মামি-র বর্তমান চেয়ারপার্সন দীপিকা পাড়ুকোন তাঁকে ইস্তফার পদক্ষেপ প্রত্যাহার করতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছেন, তবে তাতে লাভ হয়নি, তারপরও কর্ণের মনোভাব অনড় রয়েছে বলে জানা গিয়েছে।
সুশান্ত চলতি মাসে জুহুর ফ্ল্যাটে গলায় ফাঁস পরে আত্মহত্যা করার পর সোস্যাল মিডিয়ায় রুপোলি দুনিয়ায় স্বজনপোষণ, ট্যালেন্টের বদলে স্টার পরিবারের পরিচিতিকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জোর প্রচার শুরু হয়। নামী তারকা, খ্যাতনামা পরিচালকরা এতে সামিল বলে দাবি করা হয়। কর্ণও নিজের ছবিতে তারকা ঘরের ছেলেমেয়েদের সুযোগ দেন, তার বাইরে কাউকে জায়গা দেন না বলে অভিযোগ ওঠে। প্রবল সমালোচনা, নিন্দা হয় তাঁর। সুশান্তের ক্ষেত্রেও এমনটা হয়েছে, তিনিও পরোক্ষে বঞ্চনার শিকার হয়ে মানসিক যন্ত্রণায় ভুগে চরম পদক্ষেপ করেছেন বলে দাবি করে তাঁর ভক্তরা সোস্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কর্ণকে আনফলো করেন। সুশান্তের মৃত্যুর পর ইনস্টাগ্রামে প্রায় ৫ লক্ষ ফলোয়ার হারিয়েছেন কর্ণ। সূত্রের ব্যাখ্যা, অনলাইনে প্রবল বিরুদ্ধ প্রচারের মুখে বলিউডের কেউ তাঁর পাশে না থাকায় ক্ষোভে, অভিমানে ফেস্টিভেল বোর্ড থেকে সরে গেলেন তিনি। বোর্ডের বাকি সদস্যরা হলেন জোয়া আখতার, কবীর খান, সিদ্ধার্থ রায় কপূর, বিক্রমাদিত্য মোতওয়ানে, রোহন সিপ্পি।