দিল্লি : দেশজুড়ে করোনায় মৃত্যুমিছিল অব্যাহত। করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা নিয়ে ফের একবার সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। এর পাশাপাশি সংক্রমণ রুখতে সম্পূর্ণ লকডাউনই একমাত্র পথ বলে মত প্রকাশ করেন তিনি।


তাঁর অভিযোগ, কেন্দ্রের নিষ্ক্রিয়তার জন্য অনেক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। টুইটারে তিনি লেখেন, ভারত সরকার বুঝতে পারছে না। সম্পূর্ণ লকডাউন করাই করোনা সংক্রমণ রোখার একমাত্র পথ। এর সঙ্গে দুর্বল শ্রেণিকে ন্যূনতম আয় যোজনায় সুরক্ষা দিতে হবে।


২০১৯-এর লোকসভা নির্বাচনের ইস্তাহারে ন্যূনতম আয় যোজনার প্রস্তাব দিয়েছিলেন ওয়াইনাড়ের সাংসদ। শুধু তাই নয়, কেরলে সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনেও তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি সেরাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে তাহলে এই প্রকল্প পরীক্ষা করে দেখা যেতে পারে। 


কংগ্রেস নেতার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোটবন্দি, ত্রুটিপূর্ণ GST লাগু এবং করোনা মহামারী থেকে ভারতের অর্থনীতিকে বাঁচানোর একমাত্র পথ এই ন্যূনতম আয় যোজনা।    


উল্লেখ্য, আজও দেশে করোনায় আক্রান্ত সাড়ে তিন লক্ষর বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। সোমবার একদিনে আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১৪৭ জন। রবিবার ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ এবং শনিবার ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। 


দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার দৈনিক মৃত্যু হয়েছিল ৩ হাজার ৪১৭ জনের। রবিবার ৩ হাজার ৬৮৯ এবং শনিবার মৃত্যু হয় ৩ হাজার ৫২৩ জনের। 


এদিকে করোনা মোকাবিলায় ইতিমধ্যেই অনেকই রাজ্য লকডাউনের পথে হেঁটেছে। আজই টুইট করে বিহারে লকডাউনের কথা জানান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। আগামী ১৫ মে পর্যন্ত সেরাজ্যে লকডাউন ঘোষিত হয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে গোয়া। চলবে ১০ মে পর্যন্ত। গত রবিবারই লকডাউনের সিদ্ধান্ত নেয় ওড়িশা সরকার। সেখান আগামীকাল থেকে ১৯ মে পর্যন্ত লকডাউন চলবে।