নয়া দিল্লি: বাড়িতে বসেই জানা যাবে কোভিড পরীক্ষার ফল। নিজেই সেই কাজ করতে পারবেন রোগী। এবার Rapid Antigen Test (RAT)কিটে ছাড়পত্র দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। 


এতদিন করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য চিন্তার অন্ত ছিল না আম আদমির। দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়ায় টেস্ট করালেও ফল জানতে দেরি হচ্ছিল বহু ক্ষেত্রে। এবার দেশবাসীর এই সমস্যার কথা মাথায় রেখে Rapid Antigen Test (RAT) কিটে অনুমিত দিয়েছে ICMR। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই এই নমুনা পরীক্ষার কথা বলেছে কোভিডের বিরুদ্ধে যুদ্ধের নোডাল বডি।


ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর তরফে বলা হয়েছে, উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদেরই এই ধরনের টেস্ট করানো উচিত। এছাড়াও কোভিড আক্রান্তদের সরাসরি সংস্পর্শে এসেছেন এরকম ব্যক্তিরাও RAT টেস্ট করাতে পারেন। ICMR বলেছে, Rapid Antigen Test-এ যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের নতুন করে পরীক্ষার প্রয়োজন নেই। তবে উপসর্গ রয়েছে এমন নেগেটিভ রিপোর্ট আসা ব্যক্তিদের অবিলম্বে আরটিপিসিআর করা প্রয়োজন। 


পুণের মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেডের হাত ধরে তৈরি হয়েছে এই কোভিসেল্ফ টিএম (প্যাথোক্যাচ) টেস্ট কিট। বাড়িতে বসে এই কোভিড পরীক্ষা করতে গেলে নিয়ম মানতে হবে অ্যাপের। কারণ, অ্যাপের মধ্যেই রয়েছে RAT টেস্টের বিস্তারিত গাইডলাইন। আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, গুগল প্লে স্টোর বা আইওএস থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপ। একবার পরীক্ষা হয়ে গেলে ছবি তুলে পাঠাতে হবে অ্যাপে। সেখানেই দেখাবে কোভিড টেস্টের রিপোর্ট। তবে এ ক্ষেত্রে একই মোবাইল ফোন থেকে পাঠাতে হবে ছবি। 


অন্যান্য কোভিড পরীক্ষার ডেটার মতো RAT-টেস্টের ফলও রাখা হবে আইসিএমআর-এর সুরক্ষিত সার্ভারে। তবে মেডিক্যাল বডি জানিয়ে দিয়েছে, এই ক্ষেত্রে রোগীর গোপনীয়তা বজায় রাখা হবে। বিশেষজ্ঞদের অনুমান, ঘরে বসেই কোভিড পরীক্ষার ফলে ল্যাবের ভিড় কমানো যাবে। 


পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই বিশ্বে করোনা পরীক্ষায় রেকর্ড গড়েছে ভারত। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ''গতকাল বিশ্বের সবথেকে বেশি কোভিড টেস্ট করেছে ভারত। একদিনে ২০ লক্ষ কোভিড টেস্ট করা হয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২৫ লক্ষে নিয়ে যাবে ভারত।'' ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর হিসেব বলছে, গত ১৮ মে পর্যন্ত ভারতে ৩২,০৩,০১,১৭৭ কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে কেবল মঙ্গলবারই ২০,০৮,২৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে দেশে। যা একপ্রকার রেকর্ড।