সোশ্যাল ডিস্টেনসিং বহাল থাকুক, মনের ডিস্টেনসিং নয়। ঘরে বসেই চলতে থাকুক জীবনসঙ্গীর খোঁজ। আমাদের চেনা পৃথিবীটা আমাদের চোখের সামনে আমূল পরিবর্তিত হয়েছে। করোনার চোখরাঙানিতে থমকে গেছে আমাদের চেনা জীবন এবং চেনা জগৎ। 


কিন্তু তাই বলে কি থমকে যাবে মানুষের হৃদয়? কখনওই না। প্রভূত প্রতিকূলতার মধ্যেও মানুষ খুঁজে নিতে চায় নিজের মনের মানুষকে-নিজের পছন্দের জীবনসঙ্গীকে। কিছুদিন আগে পর্যন্ত মানুষ নিজের মনের মানুষকে খুঁজে পেতে সাহায্য নিত ঘটকের। 


কিন্তু যুগের হাওয়া পাল্টে যাওয়ায় মানুষ সাহায্য নিতে লাগল ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বা অ্যাপ্ ডাউনলোডে। তাই এখন ওয়ার্ক ফ্রম হোম এবং সোশ্যাল ডিস্ট্যানসিং-এর যুগে অনলাইন ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্মই হৃদয়ের যোগসূত্রের একমাত্র ঠিকানা।



অনলাইন ম্যাট্রিমোনিয়াল প্ল্যাটফর্মের কিছু নেতিবাচক দিক আছে। যেমন, আপনি যার সঙ্গে কথা বলছেন উনি প্রতারক কিনা, তা জানার সঠিক উপায় থাকে না। এখন অতিমারির যুগে দেখা করার সম্ভাবনাও খুবই কম। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। 


বাজারে অনেকগুলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটই আছে যেখান থেকে নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নেওয়া যায়। তবে যখন সুরক্ষা ও নিরাপত্তার কথা আসে তখন, ABPweddings অনেকটাই এগিয়ে। 


সরকার ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলিতে ফটো আইডির ডকুমেন্টস বাধ্যতামূলক করার অনেক আগেই আগ্রহী সদস্যদের জন্য ABPweddings এই নিয়মই চালু করেছিল। ABPweddings-এ প্রতিটি প্রোফাইল ফটো আইডি ভেরিফাইড। তাই প্রতারণার সুযোগ একদমই নেই।  তার সঙ্গে ABP গ্রুপের বহু বছরেরও সত্যতা এবং গ্যারান্টি তো আছেই। 



তাই স্পষ্টতই ABPweddings, অনলাইনে কোনও ম্যাচ সন্ধান করার ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত নাম। শুধুমাত্র আগ্রহী পাত্রপাত্রীই নন, তাঁদের মা-বাবাও এখানে তাঁদের সন্তানদের জন্য প্রোফাইল তৈরি করতে পারেন। প্রায় ৩ লক্ষ প্রোফাইলের মধ্যে আপনার মনের মানুষটিকে বেছে নিতে পারবেন এখানে।


ABPweddings-এ নিজের নাম, ফোন নম্বর, ইমেইল ইত্যাদি তথ্য গুলো ভরুন আর আপনার কেমন পাত্র বা পাত্রী চাই সেটা জানিয়ে দিন আর প্রত্যেকদিন  নতুন নতুন পাত্রপাত্রীর প্রোফাইল দেখতে পেয়ে যান সরাসরি  আপনাদের ABPweddings-এর অ্যাপে বা ওয়েবসাইটে।


ABPweddings-এ আপনার তৈরী করা & Partner Preference-এর সাহায্যে আপনাদের মনের মতো পাত্র বা পাত্রীর প্রোফাইল দেখানো হয়। 


শুধু তাই নয় ABPweddings-এর রিলেশনশিপ এক্সপার্ট-রা এখন আপনাদের সুবিধার্থে সম্পূর্ণ সাবধানতার সঙ্গে ডাইরেক্ট হোম সার্ভিস-ও করছে। সব রকমের কোভিড সুরক্ষাবিধি মেনেই আমাদের প্রতিনিধি আপনাদের বাড়ি পৌঁছে যাবে আপনাদের সহায়তায়।



আমাদের ABPweddings থেকে সূচনা হয়েছে অনেক শুভ পরিণয়ের “হ্যাপি স্টোরি।” চার হাত এক হয়েছে এবং অসংখ্য মানুষ খুঁজে পেয়েছে তাদের মনের মতো মানুষ। অন্যের পছন্দের উপর নির্ভর করতে হয় নি। তাই আর দেরি কেন? আজই রেজিস্টার করে ফেলুন। 


ABPweddings-এ রেজিস্ট্রেশন একদম ফ্রি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি রেজিস্টার করে ফেলুন। রেজিস্টার করতে ক্লিক করুন https://www.abpweddings.com/ অথবা কল করুন 8100100800 নম্বরে।