কলকাতা: করোনা আবহে  আবারও  প্রকাশিত হয়ে পড়ল মানুষের অমানবিক চেহারা। নিউ টাউন থানা এলাকার কেষ্টপুরে করোনা আক্রান্ত এক বৃদ্ধাকে আটকে রাখার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে।
আজ ভোররাতের ঘটনা। অভিযোগ, কেষ্টপুরে এক করোনা আক্রান্ত বৃদ্ধার ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে দেয় প্রতিবেশীরা। সকাল ৯ টা অবধি আটকে থাকেন তিনি।   শেষপর্যন্ত ১০০ ডায়ালে ফোন করে পুলিশ ডাকেন ওই মহিলার ছেলে।  পুলিশ এসে তালা ভেঙে উদ্ধার করে তাঁদের। ওই মহিলার পুত্রবধূও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তবে আক্রান্ত বৃদ্ধার শরীরে করোনা উপসর্গ নেই। পরিবারের বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ।

করোনা আবহে কে এমন অমানবিক ঘটনা ঘটাল?  পুলিশ সূত্রে খবর,  পাশের ফ্ল্যাটের প্রতিবেশী যুবকই এই দুষ্কর্মটি ঘটিয়েছে।  সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করেছে পুলিশ। ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে,  দীপ নামে অভিযুক্ত ওই যুবকের অজুহাত, করোনা ছড়ানো আটকাতেই তার এই কাণ্ড। পুলিশের নম্বর নাকি তার কাছে নেই! তাই নিজেই হাতে তুলে নিয়েছে আইন।