মুম্বই: সারা দেশেই করোনা বিধি মেনে শুরু হয়েছে শ্যুটিং। তা সত্ত্বেও বিভিন্ন শ্যুটিং ইউনিট থেকে আসছে করোনা আক্রান্ত হওয়ার খবর। এবার করোনার কবলে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের শ্যুটিং-দলের দুই সদস্য। কিন্তু ভাল আছেন শ্রীলঙ্কা-সুন্দরী, জানালেন নিজেই।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জ্যাকলিন জানিয়েছেন, একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগে করোনা বিধি মেনেই হয় শ্যুটিং-দলের সব সদস্যদের করোনা-পরীক্ষা। তাতেই দুই কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
জ্য়াকলিন লিখেছেন, “আমরা সুরক্ষার কথা মাথায় রেখে শ্যুটিং পিছিয়ে দিয়েছি। দুই করোনা পজিটিভ ব্যক্তিই এখন সেলফ আইসোলেশনে আছেন। আমার ও বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ। তাও সবরকম সুরক্ষা বিধি মেনে চলছি। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বৃহন্মুম্বই পুরসভাকে ধন্যবাদ।”
আগামীতে সেফ আলি খান ও ইয়ামি গৌতম অভিনীত 'ভূত পুলিশ' ছবিতে জ্যাকলিনকে দেখা যাবে। পরিচালক পবন কৃপালিনী জানিয়েছেন, জ্যাকলিনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন। এছাড়া ছবির পুরো টিমটাই পবনের কাছে নতুন।
তাছাড়াও সলমন খানের 'কিক ২' ছবিতে দেখা যাবে জ্যাকলিনকে। গত মাসে অভিনেত্রীর জন্মদিনেই এই ঘোষণা করেন ছবির নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা। ছবির টিজার পোস্টারও প্রকাশ্যে আনেন সাজিদ।
সম্প্রতি লকডাউন চলাকালীন জ্যাকলিন ও সলমনের একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে আসে। ভিডিওটি সলমনের পানভেলের বাগানবাড়িতেই শ্যুট করা।
'করোনা হয়নি আমার', ইনস্টাগ্রামে লিখলেন জ্যাকলিন ফার্নান্ডেজ, কোভিড পজিটিভ শ্যুটিং দলের ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2020 07:47 AM (IST)
একটি ব্র্যান্ডের বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তার আগে করোনা বিধি মেনেই হয় শ্যুটিং-দলের সব সদস্যদের করোনা-পরীক্ষা। তাতেই দুই কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -