কলকাতা: মৃত্যুর সাড়ে ১৮ ঘণ্টা পর কোভিড আক্রান্তের দেহ নিয়ে যাওয়া সম্ভব হল শ্মশানে। অভিযোগ, প্রশাসনিক জটিলতায় এক বৃদ্ধার মৃত্যুর পর দীর্ঘ সাড়ে ১৮ ঘণ্টা দেহ পড়ে ছিল বাড়িতেই। পরে প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে। ওই বৃদ্ধা বাগুইআটি থানা এলাকার কেষ্টপুরের সমরপল্লির বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারের দাবি, কয়েকদিন ধরে ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল সন্ধেয় বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তারপর থেকে দীর্ঘক্ষণ ডেথ সার্টিফিকেট মেলেনি। পরিবার সূত্রে দাবি, আজ সকালের দিকে স্থানীয় এক চিকিত্সক ডেথ সার্টিফিকেট দিলেও প্রশাসনিক জটিলতায় বেলা সাড়ে ১২টা পর্যন্ত মৃতদেহ পড়ে ছিল বাড়িতেই।
ডেথ সার্টিফিকেট না মেলায় মৃত্যুর পর সাড়ে ১৮ ঘণ্টা পড়ে রইল কোভিড আক্রান্ত বৃদ্ধার দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2020 04:32 PM (IST)
পরে প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা মেটে, দেহ নিয়ে যাওয়া সম্ভব হয় শ্মশানে
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -