তিরুঅনন্তপুরম: করোনা সংক্রমণ আটকাতে আরও কড়া হল কেরল সরকার। উপকূলবর্তী গ্রাম পুনথুরাতে নামল কম্যান্ডো বাহিনী। সম্প্রতি এই গ্রামে বহু মানুষ সংক্রমিত হয়েছেন।
দ্রুত সংক্রমণ এড়াতে গ্রামটির সবকটি সীমানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বসানো হচ্ছে কড়া প্রহরা।


গত ৫ দিনে ৬০০ টি স্যাম্পেল টেস্ট হয়। তার মধ্যে ১১৯টি পজিটিভ রিপোর্ট এসেছে।
সম্প্রতি কেরলে দ্রুত ছড়াচ্ছে ভাইরাসের প্রকোপ। এই পরিস্থিতিতে বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিজয়ন। সেখানে হাজির ছিলেন তিরুঅনন্তপুরমের পুলিশের শীর্ষ কর্তা, কালেক্টর, স্বাস্থ্যসচিব। সকলের কথা শুনে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে আরও কড়া হতে বলেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে, পুনথুরাতে আপাতত বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না। সমুদ্রপথেও কেউ ঢুকতে পারবেন না। সিল করা হয়েছে বর্ডার। কিন্তু এই কড়াকড়িতে যাতে সাধারণ মানুষের কোনও বিপত্তি না হয়, তার জন্য বাড়ি-বাড়ি অতি প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে প্রশাসন।