কলকাতা: লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে সেনা জওয়ানদের সংঘর্ষের পরই চিনা আগ্রাসনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে ভারত। দেশে ব্যান করা হয় টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপ। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, দেশে কোনও চিনা সংস্থাকে ব্যবসা করতে দেওয়া হবে না। যার ফলে টিকটকে জনপ্রিয় হয়ে ওঠা অনেক ‘তারাক’-ই তাঁদের রোজগারের পথ হারায়। এই অবস্থায় টিকটকের শূন্যস্থান পূরণ করতে বাজারে এল ইনস্টাগ্রাম রিলস। ফেসবুকের অধীনস্ত সোশ্যাল অ্যাপ ইনস্টাগ্রাম জানায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকেই রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে।
ইতিমধ্যেই ব্রাজিল, জার্মানি ও ফ্রান্সের মতো দেশে ইনস্টাগ্রাম রিলস জনপ্রিয় হয়ে উঠেছে। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যেখানে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা রিলস ব্যবহার করে ভিডিও তৈরি করতে পারবেন। পরিসংখ্যান অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ৪৫ শতাংশ ভিডিও ১৫ সেকেন্ডের বেশি নয়। ইনস্টাগ্রাম মনে করছে, আগামী দিনে এই রিলস-ই হয়ে উঠবে বিনোদনের অন্যতম মাধ্যম। এতে ইনস্টাগ্রামে ছোট ছোট ভিডিও পোস্টের প্রবণতারও পরিবর্তন হবে বলে তারা আশাবাদী।
কীভাবে রিলস ফিচার ব্যবহার করবেন?
- আপনার স্মার্টফোনে ইনস্টাগ্রাম ইনস্টল করা না থাকলে তা ইনস্টল করুন। আর আগে থেকেই ইনস্টাগ্রাম থাকলে সেটি আপডেট করিয়ে নিন।
- আপডেট করার পর ইনস্টাগ্রাম ক্যামেরা খুলুন।
- সেখানেই আপনি দেখতে পারবেন রিলস অপশন। বোমেরং, সুপারজুম, হ্যান্ডস-ফ্রি এবং লেআউটের পাশেই দেখতে পাবেন রিলস।
- রিলসে ক্লিক করে ইনস্টাগ্রাম মিউজিক লাইব্রেরি থেকে অডিও বেছে নিন। চাইলে ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকেও অডিও নিতে পারবেন।
- টিকটকের মতো রিলসেও সুযোগ থাকছে অরিজিনাল অডিও রেকর্ড করার। আপনি চাইলে নিজের ভয়েসও রেকর্ড করতে পারবেন।
- রিলসে ভিডিও এডিট করার জন্য টাইমার, স্পিডের মতো ফিচারও দেওয়া হয়েছে।
- ভিডিও তৈরি হওয়ার পর ব্যবহারকারী চাইলেই তা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন।