কলকাতা ও  নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল। মোট করোনা আক্রান্ত ৫ হাজার ১৩০। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু। নতুন করে করোনা আক্রান্ত ৩১৭ জন। রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৭। কোমরবিডিটিতে মত্যু ৭২ জনের। রাজ্যে করোনা মুক্ত আরও ১৯৫ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন।


অন্যদিকে, দেশে করোনা আক্রান্তদের মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫ হাজার। একদিনে করোনায় ১৯৩ জনের মৃত্যু। মোট মৃতের সংখ্যা ৫,১৬৪। দেশে করোনা সংক্রমণ পৌঁছল সর্বোচ্চ। একদিনে সংক্রমিত ৮ হাজার ৩৮০ জন।


দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা ভয়াবহ। ওই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃত ২ হাজার ১৯৭ জন। এরপরই আছে গুজরাত। ওই রাজ্যে ১৬ হাজার ৩৪৩ জন করোনা আক্রান্ত। ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে ৭ হাজার ৮৯১ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ৩৪৩। রাজধানী দিল্লিতে ৪১৬ জনের মৃত্যু হয়েছে। ওই রাজ্যে আক্রান্ত ১৮ হাজার ৫৪৯ জন। উত্তরপ্রদেশে ২০১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪৫ জন।