কলম্বো : করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে শ্রীলঙ্কায় আরও ১০০ টন মেডিক্যাল অক্সিজেন পাঠাল ভারত। এর সাথে সাথে এক সপ্তাহের মধ্যে শ্রীলঙ্কায় প্রায় ২৮০ টন অক্সিজেন পাঠাল নয়া দিল্লি। আগামী দিনে শ্রীলঙ্কায় আরও অক্সিজেন পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশন।
ভারতের নৌবাহিনীর একটি মালবাহী জাহাজে মেডিক্যাল অক্সিজেন পাঠানো হয়। 'শক্তি' নামে ওই জাহাজটি রবিবার ১০০ টন অক্সিজেন নিয়ে বিশাখাপত্তনম থেকে কলম্বোয় পৌঁছয়। কলম্বোয় ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়, ভারতবাসীর শুভেচ্ছা নিয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় পৌঁছেছে নৌবাহিনীর জাহাজ শক্তি। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় দ্রুত করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ রোধে শুক্রবার রাত থেকে ১০ দিনের জন্য লকডাউনে যাচ্ছে এই দ্বীপ রাষ্ট্রটি।
এদিকে উদ্বেগ বাড়িয়ে ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ফের ৩৭ হাজার ছাড়িয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৫৯৩ জন। দৈনিক মৃতের সংখ্যা বেড়ে ৬৪৮। বাড়ল সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৯ জন।
তবে তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমা স্বামীনাথন বলেন, 'ভারতে সম্ভবত এন্ডেমিকের শুরু হয়ে গিয়েছে, মহামারীর সম্ভবত শেষ পর্যায়ে পৌঁছেছে ভারত।' তিনি আরও জানিয়েছেন, ‘এন্ডেমিক পর্যায়ে জনগোষ্ঠী ভাইরাসকে সঙ্গে নিয়েই থাকতে সক্ষম, এই পর্যায়ে সংক্রমণ শেষ না হলেও সংক্রমণ-হার কমে যায়, ২০২২-এ ফের স্বাভাবিক জীবনে ফিরতে পারে ভারত বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানীর। পাশাপাশি তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়েও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অন্যদিকে তৃতীয় ঢেউ এগিয়ে আসছে বলে জানিয়ে সোমবার সতর্কবার্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। সম্প্রতি এই সংক্রান্ত রিপোর্ট তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমাও করেছে। তাতে এনআইডিএম(ন্যাশনাল ইনস্টটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট)-এর তরফে বলা হয়েছে, অক্টোবরেই শিখরে পৌঁছতে পারে করোনার তৃতীয় ঢেউ।