কলকাতা : ২০২২ এর পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল মানুষ। কোভিড নামের আতঙ্ক বোধ হয় চিরতরে বধ হল। কিন্তু না । ২০২৫ এর মে মাসে এসে ফের দক্ষিণ এশিয়ায় ছড়াচ্ছে কোভিড আতঙ্ক। ফের ভারতে রাজ্যে রাজ্যে ধরা পড়ছে কোভিড আক্রান্ত রোগী। কাউকে কাউকে ভর্তি হতে হয়েছে হাসপাতালেও। স্বাস্থ্য বিভাগের অধিকর্তাদের মতে, বেঙ্গালুরুতে কোভিডে আক্রান্ত হয়েছে নয় মাসের এক শিশুও।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক রত্তি এক ছেলে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে । বেঙ্গালুরু গ্রামীণ জেলার হোসকোটের বাসিন্দা এই শিশুটিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে তাকে কালসিপালিয়ার বাণী বিলাস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর প্রকাশ ইন্ডিয়া টু-ডে-তে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের প্রধান সচিব হর্ষ গুপ্তা জানিয়েছেন যে ২২ মে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বা আরটিপিসিআরের মাধ্যমে শিশুটির করোনা ধরা পড়ে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, রোগীর অবস্থা স্থিতিশীল এবং বর্তমানে বেঙ্গালুরুর কালসিপালিয়ার বাণী বিলাস হাসপাতালে ভর্তি আছে সে। গত ২১ মে, কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানান, ওই রাজ্যে ১৬ জন সক্রিয় কোভিড-১৯ রোগীর চিকিৎসা চলছে। ২৩শে মে পর্যন্ত ভারতের জাতীয়ভাবে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৫৭।
এখনও পর্যন্ত গুজরাত থেকে এখন পর্যন্ত মোট ৪০টি কেস ধরা পড়েছে। এর মধ্যে ৩৩টি অ্যাক্টিভ। হরিয়াতে ৫টি কোভিড কেস এসেছে, যার মধ্যে দুজন মহিলা। এছাড়াও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৪ জন কোভিড-রোগী পাওয়া গিয়েছে, যার মধ্যে ৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে এবং একজন হাসপাতালে ভর্তি। শুক্রবার সকালে স্বাস্থ্য মন্ত্রক ২৫৭টি অ্যাক্টিভ কেসের তথ্য দিয়েছিল। রাজস্থানে ২, সিকিমে ১, মহারাষ্ট্রে ৫৬, কেরলে ৯৫, পশ্চিমবঙ্গে ১, কর্ণাটকে ১৬, পুডুচেরিতে ১০ এবং তামিলনাড়ুতে ৬৬টি কেস ধরা পড়েছে। দুজনের মৃত্যুও হয়েছে।
এদিকে, কেরলে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা নতুন করে বৃদ্ধি পাচ্ছে। মে মাসে এ পর্যন্ত রাজ্য জুড়ে ১৮২ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জনসাধারণকে সতর্ক থাকার এবং সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছেন। অন্ধ্রপ্রদেশ স্বাস্থ্য বিভাগ রাজ্যের মানুষকে জনসমাগম থেকে বিরত থাকার কথা বলেছে। প্রার্থনা সভা বা পার্টি হোক, কোন অনুষ্ঠান হোক বা সামাজিকসামাজিক জমায়েত, ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছে সরকার। লোকজনকে বাস স্টপ, রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরের মতো পাবলিক প্লেসে কোভিড প্রোটোকল অনুসরণ করার কথা বলা হয়েছে।