নাপলস: মারাদোনা ম্যাজিকে জোড়া খেতাব জিতেছিল নাপোলি (SSC Napoli)। তারপর দীর্ঘ অপেক্ষা। অবনমন, দেউলিয়া হওয়া, পুনর্গঠন, কত কিছুরই না সাক্ষী থেকেছে এই ক্লাব। তবে সব শেষে সুদিন ফিরেছে। ৪৩ বছর পর লুসিয়ানো স্পালেতি নাপোলিকে তৃতীয় লিগ খেতাব এনে দিয়েছিলেন। তার ঠিক দুই বছরের মাথায় ফের স্কুডেটো জিতল ইতালির বন্দর শহরের এই ক্লাব। টানটান ফাইনাল রাউন্ডের ম্যাচে ক্যালিয়ারিকে ২-০ স্কোরে পরাজিত করে চতুর্থ সিরি এ (Serie A) খেতাব ঘরে তুলল আন্তোনিও কন্তের ছেলেরা।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছেছে ইন্টার মিলান (Inter Milan)। সেই ম্যাচের এখনও সপ্তাহখানেক বাকি। তবে তার আগে ইন্টারের লক্ষ্য ছিল সিরি এ (Serie A) খেতাব জেতা। কিন্তু তার জন্য ইনজাঘির দলকে জিততে তো হতই পাশাপাশি নাপোলিকে পয়েন্ট খোয়াতে হত। সেস ফ্রাবেগাসের কোমোর বিরুদ্ধে ইন্টার ২-০ জিতলেও, দ্বিতীয় শর্তটি মিলল না। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেতাব জিতল নাপোলি। ঠিক যে উদ্দেশ্যে মরশুম শুরুতে আন্তোনিও কন্তেকে কোচ করে আনা হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু সফল হল।
মরশুমের শেষ ম্যাচ ডেতেই যে লিগ বিজেতা নির্ধারিত হবে, তা সকলেই জানত। একই সময়ে দুই ম্যাচও শুরু হয়। দিয়াগো মারাদোনার নামাঙ্কিত স্টেডিয়াম খেতাব জয়ের আশায় একেবারে কানায় কানায় ভর্তি ছিল। সেই ম্যাচে গ্যালারি ভর্তি দর্শকের সামনে গোল করেন সিরি এ-র মরশুম সেরা ফুটবলার স্কট ম্যাকটমেনি। তাঁর গোলেই এগিয়ে যায় নাপোলি। দ্বিতীয় গোলটি করেন কন্তের বহুযুদ্ধের ঘোড়া রোমেলু লুকাকু। ম্যাচ ও খেতাব জেতে নাপোলি। প্রথম ম্যানেজার হিসাবে তিনটি ভিন্ন ক্লাবের সঙ্গে স্কুডেটো জিতে ইতিহাস গড়েন আন্তোনিও কন্তে। বিগত আট মরশুম যেখানে গোটটায় দায়িত্বে ছিলেন কন্তে, সেখানে এই নিয়ে ষষ্ঠবার খেতাব তাঁর হাতে উঠল।
তবে এদিন খানিকটা সময়ের জন্য হলেও নাপোলিকে পিছনে ফেলে খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গিয়েছিল ইন্টার। নাপোলির প্রথম গোলের আগে কোমোর বিরুদ্ধে ২১ মিনিটের মাথায় গোল করেন স্টেফান ডি ভ্রাই। এমন পরিস্থিতিতে ইন্টারই লিগে একে উঠে এসেছিল। তবে সেই আশা খুব স্বল্প সময়ই স্থায়ী ছিল। লুকাকুর গোল করার প্রায় পরপরই নিজেদের ম্যাচে ইন্টারের হয়ে জোয়াকিন কোরেয়া গোল করেন। ম্যাচও জেতে ইন্টার। তবে খেতাব জয়টা অধরাই রয়ে গেল।
স্কুডেটো হাতছাড়া হয়েছে। তবে দিনকয়েকের মধ্যেই ইন্টার সামনে আরও এক বড় খেতাব জয়ের সুযোগ রয়েছে ইন্টারের সামনে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইনজাঘির দল প্যারিস সঁ-জরমেঁর মুখোমুখি হবে। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ইন্টারের সমর্থকরা।