নয়াদিল্লি: কোভিডের চতুর্থ ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে কর্নাটক (Karnataka)। কারণ সেরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর (Dr. K Sudhakar). সবাইকে দ্রুত কোভিড টিকা নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের ভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রন এবং XE ভ্যারিয়েন্টের কারণে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড ১৯ টেকনিক্যাল অ্য়াডভাইসারি কমিটির (TAC) সঙ্গে বৈঠকের পর মন্ত্রী কে সুধাকর বলেন, 'যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে কোভিড টিকাকরণ করে নিন আপনারা।' এর সঙ্গেই বাসিন্দাদের মাস্ক পরতে আবেদন করেছন মন্ত্রী। 


নতুন দাবি নয়:
ভারতে কোভিডের চতুর্থ ঢেউ (Fourth wave) আসার কথা অবশ্য নতুন নয়। এর আগে আইআইটি (IIT Kanpur) কানপুরের গবেষকরাও একই কথা জানিয়েছেন। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি ছিল, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছিল, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও সেই ঢেউ কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, সংক্রমণের ক্ষমতা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর। আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছিল। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। 


XE ভ্যারিয়েন্ট:
কোভিডের সবচেয়ে নতুন ভ্যারিয়েন্ট এটি। এখনও পর্যন্ত বিশ্বের অন্তত আটটি দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত চিন, হংকং, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং জার্মানিতে XE ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। মন্ত্রীর দাবি, দিল্লি ও হরিয়ানাতেও এই ধরনের সংক্রমণের দেখা মিলছে। মন্ত্রী বলেন, 'TAC পরামর্শ দিয়েছে ওই আটটি দেশ থেকে যারা এসেছে তাদের ৭ থেকে ১০ দিনের জন্য কোয়রান্টিনে রাখার'।


আরও পড়ুন: নয়ড়ার স্কুলে ২দিনে করোনা আক্রান্ত ২৩ ছাত্র, বাড়ছে উদ্বেগ