নয়া দিল্লি ; সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় দেশের সর্বত্র খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু, এরই মধ্যে ২৩ জন ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। উত্তরপ্রদেশের নয়ডার ঘটনা। গত দুই দিনে দুটি স্কুলে ২৩ জন ছাত্র সংক্রমিত। এর জেরে ফের আতঙ্ক ছড়িয়েছে।
গত ৪৮ ঘণ্টায় নয়ডায় ৫৪ জন করোনায় সংক্রমিত। এর মধ্যে অধিকাংশই স্কুলের। সোমবার, গাজিয়াবাদের দুটি বেসরকারি স্কুলের তিন ছাত্রর করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে নয়ডার একটি স্কুলের তিন শিক্ষক-সহ ১৬ জন করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি স্কুল তিন দিন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, এক সপ্তাহের জন্য অনলাইন মাধ্য়মে ফিরে গেছে নয়ডার স্কুল। যাতে সংক্রমণের চেন ভাঙা যায়।
আরও পড়ুন ; ফের হাজারের উপর দৈনিক কোভিড সংক্রমণ
এদিকে ফের বেশ কিছুটা বেড়েছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৮ জন জন। যা আগের দুই দিনের চেয়ে বেশি। তার আগের দিন ভারতে নতুন কোভিড (Covid) সংক্রমণ ছিল হাজারের নীচে। নতুন বুলেটিনে দেখা গেল ফের হাজারের উপর উঠেছে দৈনিক সংক্রমণ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, ভারতে এখন অ্যাক্টিভ কোভিড (Active Covid Case) কেস রয়েছে ১০৮৭০। এখন ভারতে দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ০.২৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৮১ জন। এখন ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ। বুধবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এদিকে এখনও পর্যন্ত দেশে প্রায় ১৯০ কোটির কাছাকাছি কোভিড টিকা দেওয়া হয়েছে। মার্চ থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী নাবালকদের জন্য়ও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি।