কলকাতা: করোনা আক্রান্তকে হাসপাতালে ভর্তি করায় হয়রানির অভিযোগ। ফের কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ ও বেলেঘাটা আইডি হাসপাতাল। রোগীর অভিযোগ, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হতে গেলে, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। সমন্বয় না থাকায়, এরপর কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চত্বরে ঘণ্টাখানেক ধরে অ্যাম্বুল্যান্সেই পড়ে থাকেন বলে রোগীর অভিযোগ। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে, সন্দেহভাজন কোভিড আক্রান্তদের ওয়ার্ডে ওই রোগীকে ভর্তি করা হয়। কোভিড বেড খালি না থাকায় রেফার, দাবি আইডি হাসপাতালের। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসা মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফেরাল বেলেঘাটা আইডি, মেডিক্যাল চত্বরে অ্যাম্বুল্যান্সে কেটে গেল ঘণ্টা, অবনতি হওয়ায় পরে ভর্তি করোনা আক্রান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jul 2020 02:24 PM (IST)
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নজরে আসা মাত্র দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -