চেন্নাই: ওমিক্রন আতঙ্ক কাটিয়ে এবার ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টায় ভারতের দক্ষিণের এই রাজ্য। শনিবার রাজ্যে কোভিড -১৯ বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। কোভিড নিষেধ শিথিল করার পাশাপাশি বেঙ্গালুরুতে সোমবার থেকে খুলে দেওয়া হবে স্কুল। সোমবার (৩১ জানুয়ারি) থেকে রাতের কারফিউ তুলে নেওয়া হবে, এমনটাই জানান হয়েছে।
কর্নাটকে শুক্রবার করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ১৯৮ জন। পজিটিভিটি রেট ২০.৯১ শতাংশ। কর্ণাটকের মন্ত্রী বি.সি. নাগেশ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছে, "আমরা সোমবার থেকে বেঙ্গালুরুতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছি। ৩১ জানুয়ারী থেকে রাতের কারফিউ তুলে নেওয়া হবে। যথাযথ এসওপিগুলি অনুসরণ করা হয়েছে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০০ সদস্যের ভিতরে এবং ৩০০ জন বাইরে থাকতে পারবেন বিবাহ অনুষ্ঠানে থাকতে। সেই অনুমতি রয়েছে।
এদিকে, মহারাষ্ট্র, কর্নাটকের পর এবার রাজস্থান ( Rajasthan )। আগামী মাস থেকে খুলতে চলেছে স্কুল। ১ ফেব্রুয়ারি থেকে দশম থেকে দ্বাদশের ক্লাস শুরু হবে। ষষ্ঠ থেকে নবম ক্লাস শুরু হবে ১০ ফেব্রুয়ারি। কোভিড বিধি (COVID guidelines) মেনে এবার স্কুল খোলার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার।
বাজার ও রাজ্যের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি এখন রাত ১০ টা পর্যন্ত খোলা থাকতে পারবে। বাতিল করা হয়েছে রবিবারের কার্ফুও ( Sunday's public discipline curfew ) । কোভিড মহামারীর পরিপ্রেক্ষিতে রাজস্থান জুড়ে সমস্ত স্তরের স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) (Additional Chief Secretary - Home) অভয় কুমারের জারি করা নির্দেশিকা অনুসারে, অভিভাবক/অভিভাবকের লিখিত সম্মতির পরেই শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ক্যাম্পাসে আসতে দেওয়া হবে।
দেশে করোনায় দৈনিক সংক্রমণ কমল। কেরল তথ্য পরিমার্জন করায় বাড়ল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২৭। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮ লক্ষ ৫৮ হাজার ২৪১। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ১৩ দশমিক ৩৯ শতাংশ।