মুম্বই: গত বছর সবাইকে চমক দিয়ে অকালে চলে গিয়েছেন হিন্দি ছোট পর্দার জনপ্রিয় তারকা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন 'বালিকা বধূ' খ্যাত সিদ্ধার্থ। অনুরাগীরা আজও বিশ্বাস করতে পারেন না যে তাঁদের প্রিয় অভিনেতা আর এই পৃথিবীতে নেই। সিদ্ধার্থ শুক্ল আগেও জনপ্রিয় অভিনেতা ছিলেন। কিন্তু 'বিগ বস'-এর ঘরে প্রতিযোগী হিসেবে আসার পর থেকে তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায়। এই 'বিগ বস'-এর (Bigg Boss) ঘরেই শুরু হয় শেহনাজ গিলের (Shehnaaz Gill) সঙ্গে সিদ্ধার্থ শুক্লর সম্পর্ক। দুজনের জুটিকে  অনুরাগীরা 'সিডনাজ' নামেই ডাকেন আজও।


টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর আরও একটা সিজন প্রায় শেষের পথে। গ্র্যান্ড ফিনালেতে কার হাত উঠবে বিজয়ীর ট্রফি, তা দেখার অপেক্ষায় দর্শক। 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালের আয়োজন চলছে জোরকদমে। শোনা যাচ্ছে বেশ কিছু নামী তারকা পারফর্ম করতে চলেছেন গ্র্যান্ড ফিনালেতে। বিশেষ এই অনুষ্ঠানে দেখা যাবে প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলকেও। শোনা যাচ্ছে, 'বিগ বস সিজন ১৫'-র গ্র্যান্ড ফিনালেতে (Bigg Boss 15 Grand Finale) সিদ্ধার্থ শুক্লকে শ্রদ্ধাজ্ঞাপন করে বিশেষ পারফরম্যান্স করবেন শেহনাজ।



আরও পড়ুন - Sandhya Mukhopadhyay Health: স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়


কিছুদিন আগেই সিদ্ধার্থ শুক্লর জন্য নতুন মিউজিক ভিডিও তৈরি করেছিলেন অভিনেত্রী শেহনাজ গিল। নেট মাধ্যমে মুক্তি পেয়েছিল মিউজিক ভিডিও 'তু ইয়েহি হ্যায়'। সিদ্ধার্থ শুক্লর প্রয়াণের পর তাঁর উদ্দেশে শ্রদ্ধাঞ্জলী ছিল শেহনাজের। আর সেই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কোনও অনুরাগীই। শোনা যাচ্ছে সেই গানেই পারফর্ম করতে চলেছেন শেহনাজ। সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে যে প্রোমো শেয়ার করা হয়েছে, তাতে ব্যাকগ্রাউন্ডে অভিনেত্রীকে সিদ্ধার্থ শুক্লর উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, 'প্রিয় সিদ্ধার্থ, আমার জন্য তুই সবসময়ই এখানে আছিস।' প্রোমো দেখে চোখে জল নেট নাগরিকদের।