জয়পুর: প্রায় ৪৬ দিন লকডাউনে থাকার পর হাসি ফুটল রাজস্থানবাসীর। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী আংশিক আনলক পর্ব শুরু হল এখানে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে রাজ্যজুড়ে নিষেধাজ্ঞা জারি হয়েছিল রাজস্থানে।
গত ১৭ এপ্রিল থেকে লকডাউন জারি হয়েছিল রাজ্যে। সম্প্রতি আনলক পর্বের কথা ঘোষণা করে রাজ্য সরকার। সেই অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে দোকানপাট খোলা শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ছিল কেনাবেচার অনুমতি। এয়ারকন্ডিশন শপিং মল ও শপিং কমপ্লেক্স বন্ধ রাখা হলেও নন এসি শপিং কমপ্লেক্স ও শপিং মল খোলার অনুমতি দিয়েছিল সরকার।
প্রশাসনের তরফে এদিন জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই দোকানপাট খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই নিয়ম চলবে। বেলা ১২টা থেকে ফের কমপ্লিট কার্ফু জারি হবে রাজ্যে।যা জারি থাকবে মঙ্গলবার সকাল পর্যন্ত। সারা রাজ্যে জারি হলেও জয়পুরের আনলক পর্ব নিয়ে সন্দিহান ছিল মানুষজন। মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেন জয়পুরের ডিস্ট্রিক্ট কালেক্টর অন্তর সিং নেহরা।তিনি জানান, জয়পুরে কোভিড পজিটিভিটি রেট ১০ শতাংশের নীচে থাকায় রাজধানীতেও আংশিক আনলক পর্ব চলবে।
আপাতত নন এসি শপিং কংপ্লেক্সে অলটারনেট ফ্লোরস খোলা থাকবে আনলক পর্বে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও শপিং কমপ্লেক্সে নিয়ম ভাঙা হলে ৭ দিনের জন্য বন্ধ করে দেওয়া হবে ব্যবসা। সরকারি অফিসে ২৫ শতাংশ স্টাফ নিয়ে আগামী ৭ জুন পর্যন্ত চলবে কাজকর্ম। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত অফিসে থাকার অনুমতি দেওয়া হয়েছে কর্মীদের। ৭ জুনের পর নতুন করে ৫০ শতাংশ স্টাফ নিয়ে শুরু করা যাবে কাজ।
তবে সরকারি নিয়ম মেনে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, সুইমিং পুল, জিম, অডিটোরিয়াম, পার্ক, স্টেডিয়াম, বাগান বন্ধ রাখত বলা হয়েছে নির্দেশিকায়। এমনকী পরিবহণের বাসও এখন চালাতে নিষেধ করা হয়েছে রাজ্যে। বন্ধ রাখা হয়েছে বিয়ের অনুষ্ঠান। আগামী ৩০ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে বিয়ের অনুষ্ঠানে। তবে বাড়িতে বা কোর্টে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেনি সরকার। সেই ক্ষেত্রে জমায়েতের সর্বোচ্চ সংখ্যা রাখা হয়েছে ১১।