Covid-19: দেশজুড়ে কোভিড সংক্রমণের গ্রাফ কমায় ১০০ শতাংশ অফিসে উপস্থিতির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৭ ফেব্রুয়ারি আজ থেকেই কার্যকর হয়েছে এই নিয়ম। রবিবার এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।


এ প্রসঙ্গে রবিবার আলোচনায় বসেছিলেন সেন্ট্রাল পার্সোনেল, পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং। কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি নিয়ে এদিন একটি রিভিউ মিটিং করেন তিনি। এরপরই কর্মীদের জন্য সরকারি অফিসে ১০০ শতাংশ উপস্থিতির সিদ্ধান্ত নেন মন্ত্রী। তবে অফিসে কর্মীরা এলেও পুরোপুরি কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে সরকার। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কর্মীরা যাতে কোভিড স্বাস্থবিধি মেনে মাস্ক পরেন সেদিকে নজর রাখবে বিভাগীয় প্রধানরা। 


এর আগে ৫০ শতাংশ কর্মী নিয়ে কেন্দ্রীয় সরকারি অফিসে কাজ চলছিল। বাকিরা ওয়ার্ক ফ্রম হোম মোডে কাজ করছিলেন। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নিয়ম জারি থাকার কথা ছিল। যদিও দেশের করোনার গ্রাফ কমতে থাকায় এই নয়া সিদ্ধান্ত নিল সরকার। এবার থেকে আর কোনও বাড়ি থেকে কাজের সুযোগ রইল না কর্মীদের। সাবাইকেই অফিসে এসে কাজ করতে হবে।


পরিসংখ্যান বলছে ,রবিবার দেশে করোনায় (Coronavirus) দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে হাজারের নিচে। শনিবারও তা হাজারের উপরেই ছিল । কমল দৈনিক সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৬৫ জনের।  শনিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৫৯।  



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৪৭৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।

  • দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ৮৮ হাজার ১৩৮ জন।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১ হাজার ৯৭৯ জনের। 

  • দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৭ দশমিক ৪২ শতাংশ।  

  • শনিবারের তুলনায় সবদিক থেকেই আশাব্যাঞ্জক আজকের করোনাগ্রাফ। কিছুটা হলেও স্বস্তি মিলেছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল  ১ হাজার ৫৯ জনের। আজ তা  ৮৬৫ । শনিবার হিসেব অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন।