মুম্বই : করোনার দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক সংক্রমণ লেগে রয়েছে দেশে। সংক্রমণ বৃদ্ধির দিকে নজর রেখে বিশ্বের বেশ কয়েকটি দেশ ভারতের সঙ্গে সাময়িক উড়ান বাতিল করে। সেই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীও। এরপর ১৯ মে মাত্র একজন যাত্রী নিয়ে ভারত থেকে দুবাই পাড়ি দেয়  Emirates Airlines-এর বিমান। যদিও ওই বিমানটি ছিল ৩৫০ আসনবিশিষ্ট।


মুম্বই বিমানবন্দরের তরফে সংবাদ সংস্থা ANI-কে জানানো হয়েছে, মুম্বই বিমানবন্দর থেকে দুবাই মাত্র একজন যাত্রীকে নিয়ে গিয়েছে EK-501 Emirates। ভারতীয় সময় ৪টে ৩০ মিনিটে ছাড়ে বিমানটি। 


Emirates airlines-এর ওয়েবসাইটে বলা হয়েছে, শুধুমাত্র এই ক্যাটেগরির যাত্রীদের দুবাইয়ে প্রবেশ করতে দেওয়া হবে : কূটনৈতিক দূত হিসাবে ভ্রমণ করবেন যাঁরা, সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা কার্ড আছে যাঁদের, সংযুক্ত আরব আমিরশাহীর নাগরিক, উপযুক্ত কর্তৃপক্ষের তরফে UAE-তে ঢোকার অনুমতি আছে যেসব যাত্রীর এবং ব্যবসায়য়িক কাজে যাঁরা যাতায়াত করবেন তাঁদের। তবে কোভিড পরীক্ষার রিপোর্ট থাকতে হবে।


Emirates airlines-এর তরফে আরও বলা হয়, গত ১৪ দিনে যেসব যাত্রী ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে এসেছেন বা এইসব দেশ হয়ে এসেছেন, তাঁদের ট্রাভেল করতে দেওয়া হবে না বা দুবাইয়ের মাধ্যমে যে কোনও পয়েন্টে স্থানান্তর করা হবে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহীর যেসব নাগরিক ফিরছেন তাঁদের বাদ দিয়ে। 


এনিয়ে কথা বলতে সংশ্লিষ্ট এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা কোনও মন্তব্য করতে চায়নি।


প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে ভারতে মারাত্মক হারে সংক্রমণ দেখা গিয়েছে। ৪ লক্ষ, ৩ লক্ষ পর্যন্ত দৈনিক সংক্রমণ দেখা গিয়েছে। এখনও সংক্রমণের বাড়বাড়ন্ত রয়েছে। ভারতে হদিশ মেলা নতুন ভ্যারিয়েন্ট নিয়েও উদ্বেগ বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশের। এই পরিস্থিতিতে গত ২৪ এপ্রিল থেকে ভরতীয় যাত্রীদের সংযুক্ত আরব আমিরশাহীতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর ২৪ মে থেকে ১৪ জুন পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়।