কলকাতা: গরু পাচারকাণ্ডের তদন্তে মানিকতলা সহ চার জায়গায় ফের তল্লাশি করছে সিবিআই। ২০ থেকে ২৫ জন অফিসার, চারটি দলে ভাগ হয়ে চার জায়গায় তল্লাশি চালাচ্ছেন। সিবিআই সূত্রে খবর, গত একমাস ধরে তদন্তে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে।

এর আগে গরুপাচারকাণ্ডে বিএসএফের যে আধিকারিকের নাম উঠে এসেছে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু তথ্য পেয়েছে সিবিআই। সেই সব তথ্যের সূত্রেই আজ তল্লাশি অভিযান বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।