পুরী: পুরীর সবথেকে জনপ্রিয় স্থান জগন্নাথ মন্দিরের (Puri Jagannath temple) দেওয়ালে ফাটল দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অবিলম্বে ভারতীয় পুরাতত্ত্ব  বিভাগকে(Archaeological Survey of India) এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি কয়েক শতাব্দী প্রাচীন এই জগন্নাথ মন্দিরের দেওয়ালে ফাটল দেখা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে উদ্বেগ।

Continues below advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ দেবের মন্দিরের চারদিকের দেওয়া দেখা গেছে গেছে লম্বা ফাটল। যার জেরে বেশ চিন্তায় পড়েছে মন্দির কর্তৃপক্ষ থেকে ওড়িশা সরকার। সূত্রের খবর, মন্দিরের ভোগ বিতরণের স্থল থেকে মেঘনাদ পাচেরি পর্যন্ত এলাকা পর্যন্ত লম্বা ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গছে মন্দিরের পান্ডা সহ ভক্তদের মধ্যেও। বিষয়টি চোখে পড়ার পরেই পুরীর প্রশাসনকে বিষয়টি জানানোর পাশাপাশি মন্দিরের প্রশাসক বিষয়টি সম্পর্কে জানিয়েছেন ওড়িশা সরকারকে। সঙ্গে সঙ্গে ওড়িশা সরকারের তরফে এই বিষয়ে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সাহায্য চেয়ে পাঠিয়েছে। তারপরই তারা দেওয়ালের এই ফাটল মেরামতের কাজ শুরু করে দিয়েছে।

প্রশ্ন উঠছে দ্বাদশ শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দিরের দেওয়ালে ফাটল দেওয়ালে আচমকা ফাটল দেওয়ার পিছনের কারণ কী? সূত্রের খবর, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মন্দিরের যে অংশ থেকে প্রসাদ বিলি করা হয়, সেই অংশ থেকে দীর্ঘ দিন ধরে বৃষ্টির জল চুঁইয়ে পড়ত। বিষয়টি চোখে পড়ার পরেও সেই অর্থে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি মন্দির কর্তৃপক্ষের তরফে। সবাই তখন রত্নভাণ্ডার খোলার বিষয় নিয়ে ব্যস্ত ছিলেন। তার ফলে দীর্ঘদিন ধরে চুঁইয়ে পড়ে জল জমে জমে ওই দেওয়ালে জমেছিল শ্যাওলার পুরু স্তর। যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরের ওই দেওয়ালগুলি। তবে এছাড়াো অন্য কারণ আছে কিনা তা নিয়ে আরও তদন্ত করবে বলে জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি তদন্ত চালাবে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগও। ঐতিহ্যশালী প্রাচীন পুরীর জগন্নাথ মন্দিরের এই অবস্থা দেখে বিশেষজ্ঞদের পাশাপাশি চিন্তায় পড়েছে জগন্নাথ দেবের দেশ-বিদেশে থাকা ভক্তরাও। কত তাড়াতাড়ি এই ফাটলগুলি মেরামত হয় তার দিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই। কেউ কেউ আবার এই ঘটনায় অমঙ্গলের ইঙ্গিতও দেখতে পাচ্ছেv। কারণ এই ধরনের ঘটনা আগে কোনও দিন চোখে পড়েনি বলেও মত পুরীর বয়োজেষ্ঠ পাণ্ডারা।  

Continues below advertisement

এপ্রসঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ কে পাধি জানান, পরীর মন্দিরের চার দেওয়ালে ফাটল ধরা পড়েছে। এই ফাটল মেরামত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় পরাতত্ত্ব বিভাগকে।  ইতিমধ্যে পুরী শ্রী জগন্নাথ মন্দিরের পুনর্গঠনের ও ঐতিহ্য বজায় রেখে সংরক্ষণের কাজ শুরু করে দিয়েছ। গত কয়েক মাস আগে জগন্নাথ মন্দিরের বাইরের দেওয়ালে অবস্থিত মেঘনাথ পাচেরির কিছু জায়গায় ফাটল দেখতে পেয়েছিলাম। তারপরেই এই বিষয়ে মেরামতের জন্য প্রশাসনকে জানানো হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: