বারাণসী: মার্শাল আর্ট বিশেষজ্ঞ রচনা রাজেন্দ্র চৌরাসিয়া এবং বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া বিশেষ এক ধরনের হ্যান্ড গ্রেনেড তৈরি করেছেন। সঙ্কটে পড়লে এই হ্যান্ড গ্রেনেড মহিলাদের উপকারে আসবে। ডিভাইসটি চালু করলেই খবর চলে যাবে সব এমার্জেন্সি নাম্বারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

রচনা জানিয়েছেন, ওই গ্রেনেডে একটা সিম কার্ড আছে যাতে ৫-৭টা নাম্বার রাখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের কনট্যাক্ট নাম্বারের পাশাপাশি এমার্জেন্সি নাম্বারও তাতে রয়েছে। অন অফ ট্রিগার রয়েছে যা টিপলে ওই এমার্জেন্সি নাম্বারে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন ফুটে উঠবে, ফলে দ্রুত ওই এলাকায় পৌঁছে তাঁকে সুরক্ষা দেওয়া সম্ভব। সম্পূর্ণ ওয়ারলেস পদ্ধতিতে তৈরি হয়েছে এই প্রযুক্তি। আকারে ছোট, তাই সহজেই পকেটে বা পার্সে পুরে ফেলা যাবে। ডিসট্যান্স সেন্সরও রয়েছে, ফলে যদি মহিলার মোবাইল বা পার্স ছিনতাইয়ের মত ঘটনা ঘটে, তবে মেশিনটি নিজে থেকেই অ্যাকটিভ মোডে এসে যাবে। নির্দিষ্ট দূরত্ব টপকে গেলেও কাজ করবে এই ডিভাইস।

এছাড়া এতে রয়েছে ট্রিগার, যা টিপলে গুলি চলার মত শব্দ হবে। এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে এই আওয়াজ। এমন কান ফাটানো আওয়াজ শুনে লোকজন ঘটনাস্থলে আসবেন, বিপদে পড়া মহিলাকে বাঁচানো সহজ হবে। এছাড়া ট্রিগার টিপলেই খবর যাবে পুলিশের ১১২ এমার্জেন্সি নাম্বারে।

শ্যাম চৌরাসিয়া বলেছেন, ধর্ষণ, শ্লীলতাহানির মত ঘটনা রুখতে তৈরি হয়েছে এই হ্যান্ড গ্রেনেড। এর দাম মাত্র ৬৫০ টাকা, ওজন প্রায় ৫০ গ্রাম। এক ঘণ্টা চার্জ দিলে চলে প্রায় এক সপ্তাহ। এটি সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া উৎপাদন, বিদেশি কিছু এতে ব্যবহার হয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিএইচইউ ইনোভেশন সেন্টারের কোঅর্ডিনেটর মনীশ অরোরা বলেছেন, মহিলাদের নিরাপত্তা জন্য এই যন্ত্র অত্যন্ত জরুরি। এটি বিক্রির জন্য বাজারে আনা প্রয়োজন, প্রয়োজন পেটেন্ট নেওয়া।