নয়াদিল্লি: কোনওভাবে রাস্তার ওপর এসে পড়েছিল ছোট্ট সজারুটা। গাড়ি চলে আসছে একের পর এক, সরতে চাইলেও সে আর সরতে পারছে না। দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু আশীর্বাদের মত এসে পড়ল একটি কাক। ঠোঁট দিয়ে ঠেলে ঠেলে সজারুকে রাস্তা পার করিয়ে দিল সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

ভিডিওটি টুইটারে পোস্ট করেছে স্টান্সগ্রাউন্ডেড নামে একটি হ্যান্ডল। লিখেছে, কাক সজারুকে রাস্তা পার করাচ্ছে যাতে সে মারা না পড়ে। সব নায়কই বর্ম পরে না।


২০ লক্ষের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। রিটুইট হয়েছে ২০,০০০-এর মত।