মেদিনীপুর: বিজেপিতে যোগদানের পর আজ থেকেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় বহাল হল সিআরপিএফ। গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে শুভেন্দু অধিকারীর বাড়ি পরিদর্শন করে যান সিআরপিএফ অফিসাররা। আজ সকালেই ৩টি গাড়িতে শুভেন্দুর বাড়ি চলে আসেন সিআরপিএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে ছিল বুলেটপ্রুফ গাড়িও।
পূর্ব ঘোষণামত তিনি জেড ক্যাটিগরির নিরাপত্তা পাচ্ছেন। তবে বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী তাঁর নিজের গাড়িতেই ওঠেন, তাঁর জন্য বরাদ্দ বুলেটপ্রুফ গাড়িতে ওঠেননি। এরপর নিজের গাড়িতেই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেন বলে খবর। বিধায়কপদ থেকে ইস্তফাপত্র নিয়ে সমস্যা দেখা দেওয়ায় আজ প্রাক্তন পরিবহণমন্ত্রীকে বিধানসভায় ডেকে পাঠিয়েছেন স্পিকার।
বিজেপিতে যোগদানের পরই শুভেন্দুর নিরাপত্তায় বহাল সিআরপিএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Dec 2020 12:40 PM (IST)
পূর্ব ঘোষণামত তিনি জেড ক্যাটিগরির নিরাপত্তা পাচ্ছেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -