লখনউ: লখনউ আদালতে দেশি বোমা নিয়ে হামলা। আহত তিন আইনজীবী। আদালতে মিলল ৩টি বোমা। এলাকায় পৌঁছে তদন্ত শুরু পুলিশের।
খবরে প্রকাশ, বিস্ফোরণ ঘটে লখনউ বার অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব সঞ্জীব কুমার লোধির চেম্বারের বাইরে। লোধি দাবি করেন, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়। এপ্রসঙ্গে জীতু যাদব নামে এক আইনজীবী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।
লোধি জানান, অন্তত ১০ জন তাঁর চেম্বারের বাইরে বোমা ছোঁড়ে। ৩ আইনজীবী আহত হয়েছেন। জানা গিয়েছে, একটি বোমা ফাটে, দুটি ফাটেনি। এই ঘটনার পর বম্ব ডিজপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়েছে।
গতমাসেই, তাঁদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ধর্মঘটে সামিল হয়েছিলেন উত্তরপ্রদেশের আইনজীবীরা। সেই সময় রাজ্যের বার অ্যাসোসিয়েশনগুলিকে কাজ বন্ধ রেখে আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের ওপর চাপসৃষ্টি করার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশের বার কাউন্সিল।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লখনউ আদালত চত্বরে দেশী বোমা বিস্ফোরণ, ‘তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল’, দাবি বার অ্যাসোসিয়েশনের যুগ্মসচিবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2020 03:20 PM (IST)
এই ঘটনার পর বম্ব ডিজপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তদন্ত চালিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -