বীরভূম: ফের শিরোনামে বীরভূমের নানুর ও পাড়ুই। কয়েক ঘন্টার মধ‍্যে দুই জায়গা থেকে উদ্ধার ৭০টি তাজা বোমা। অন্যদিকে, নানুরে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা।


রবিবার নানুরের সরডাঙায় একটি পোলট্রির পিছনে ২টি ড্রামে ৩০টি বোমা উদ্ধার করে পুলিশ। ড্রামগুলি মাটিতে পোঁতা ছিল। পুলিশ সূত্রে খবর, ৪ অগাস্ট এলাকা দখলকে কেন্দ্র করে ওই গ্রামে বোমাবাজি হয়।


এলাকাবাসীদের দাবি, বোমাবাজির নেপথ‍্যে ছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ওই ঘটনায় মোশারফ হক নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, মোশারফের দেখানো জায়গা থেকেই বোমা উদ্ধার হয়েছে।


রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে নানুর। ফের সেখানে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে এলাকাবাসী।


অন‍্যদিকে পাড়ুইয়ের পালন গ্রামে তল্লাশির সময় একটি পুকুর পাড় থেকে ৪০টি বোমা উদ্ধার করে পুলিশ। পরে দুই জায়গার বোমা নিষ্ক্রিয় করা হয়। জেলার পুলিশ সুপার শ‍্যাম সিংহ জানিয়েছে, আগামী দিনে আরও তল্লাশি চালানো হবে।


এরমধ্যেই, নানুরেই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। অভিযোগ, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুঁড়েছে। বোমাবাজির জেরে পাশের বাড়িতে আগুন ধরে যায়। যদিও তৃণমূল-যোগ নেই বলে পাল্টা দাবি করেছেন ওই ক্ষতিগ্রস্ত প্রতিবেশী।


আগামী বছর রাজ‍্যে বিধানসভা নির্বাচন। ভোট এলেই রক্ত ঝরে নানুর-পাড়ুইতে। তাই লালমাটির জেলায় বারবার বোমা উদ্ধারে উদ্বেগ বাড়ছে প্রশাসন থেকে এলাকাবাসীর।