মুম্বই: শাহরুখ খান-প্রিয়ঙ্কা চোপড়ার একদা রোমান্স নিয়ে এখনও কানাকানি চলে বলিউডে। শোনা যায়, সেই ‘সম্পর্কে’র কথা জানতে পেরে শাহরুখের স্ত্রী গৌরী এতটাই চটে যান, যে প্রিয়ঙ্কাকে পাততাড়ি গোটাতে হয় বলিউড থেকে। তাঁদের প্রেমও বেশিদিন টেকেনি। কিন্তু জানেন কি, শাহরুখ দীর্ঘদিন আগে একবার প্রকাশ্যেই প্রিয়ঙ্কাকে জিজ্ঞাসা করেন, তাঁকে বিয়ে করবেন কিনা। কিন্তু প্রিয়ঙ্কা সরাসরি না বলে দেন।

সেটা ২০০০ সাল। ১৮ বছরের প্রিয়ঙ্কা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছেছেন। বিচারকদের মধ্যে ছিলেন শাহরুখ। তিনি প্রশ্ন করেন, যদি একজন নামী ক্রীড়াবিদ, ধনী ব্যবসায়ী ও তাঁর মত এক সুপারস্টারকে বিয়ে করার সুযোগ দেওয়া যায়, তবে প্রিয়ঙ্কা কাকে পছন্দ করবেন। প্রিয়ঙ্কা বলেছিলেন, বেছে নেওয়া খুব কঠিন তবে তিনি চাইবেন কোনও নামী ভারতীয় ক্রীড়াবিদকে বিয়ে করতে। যখন সেই ক্রীড়াবিদ বাড়ি ফিরবেন, তিনি বলবেন, গোটা ভারত যেমন, তেমন তিনিও তাঁর জন্য গর্বিত।

দেখুন সেই সওয়াল-জবাব


মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন প্রিয়ঙ্কা। তবে চ্যাম্পিয়ন হন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায়। শাহরুখ ও প্রিয়ঙ্কা এক সঙ্গে দুটি ছবি করেছেন, ডন ও ডন ২।