কলকাতা: এবার কলকাতা পুরসভায় কাজের সুযোগ। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে নিয়োগ করছে কলকাতা পুরসভা। পুরসভার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। এই বিষয়ে আগ্রহ থাকলে যোগ্য প্রার্থীরা শুধুমাত্র কলকাতা পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পারেন। আবদেন করতে হবে অফলাইনে। 


যোগত্যার মাপকাঠি:



  • উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় বিষয় হিসাবে পদার্থবিদ্যা, রসায়ন, এবং জীববিদ্যা/গণিত থাকতে হবে।

  • পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি/ AICTE দ্বারা স্বীকৃত কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে।

  • কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকতে হবে। জানতে হবে MS Office।

  • পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।


বয়স: ১ জানুয়ারি ২০২৩ অনুযায়ী, আবেদনকারীর বয়সসীমা ৪০ বছর।


বেতন: প্রতি মাসে ২২ হাজার টাকা।


শূন্যপদ: আট


কীভাবে বাছাই করা হবে?


চূড়ান্ত কারিগরি যোগ্যতার মাপকাঠি অনুযায়ী আবেদন বাছাই করা হবে। মেধা এবং প্র্যাক্টিক্যাল পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষাকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা গণ্য করা হবে। সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীকে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।


আবেদনের সময়সীমা: ৭ অগাস্ট ২০২৩ থেকে ১২ অগাস্ট ২০২৩


নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন


এদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) আনআর্মড ব্রাঞ্চে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এই পদগুলিতে পুলিশের সাব-ইন্সপেক্টর (পুরুষ/মহিলা) ও কলকাতা পুলিশ ফোর্সের সার্জেন্ট নিয়োগ হবে। আগামী ২৭ অগাস্ট শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়া।এই বিষয়ে আগ্রহ থাকলে যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। কেবল চাকরিপ্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিশদ বিবরণ সংক্ষেপে নিচে দেওয়া হল।


West Bengal Jobs: কলকাতা পুলিশে নিয়োগের বিবরণ
Post Name Vacancies
Sub-Inspector of Police (Male/ Female) (Unarmed Branch) 
Sergeant


বয়সসীমা-এই বিষয়ে বিশদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিন


কলকাতা পুলিশ নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া: কীভাবে হবে যোগ্যতা পরীক্ষা
কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর/সাব-ইন্সপেক্টর (আনআর্মড শাখা) ও সার্জেন্টের পদগুলি প্রাথমিক পরীক্ষার যোগ্যতার ভিত্তিতে পূরণ করা হবে।  স্ক্রিনিং পরীক্ষার পরে শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT), শারীরিক দক্ষতা, পরীক্ষা (PET),চূড়ান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ও পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড এই পরীক্ষা পরিচালনা করবে।


আরও পড়ুন: IAS Success Story: সকালে ডিম বিক্রি, বিকেলে কলেজে পড়া, লড়াইয়ের আরেক নাম IAS মনোজ কুমার রায়


Education Loan Information:

Calculate Education Loan EMI