পূর্ব বর্ধমান: ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ নেওয়া ঘিরে কাটোয়াতেও অনিয়মের অভিযোগ। কাটোয়ার ৪ উপভোক্তার দাবি, তাঁরা আংশিক ক্ষতির আবেদন জানালেও, অ্যাকাউন্টে ২০ হাজার টাকা করে ঢুকেছে। তাই টাকা ফেরত নেওয়ার জন্য পুরপ্রধানের কাছে আবেদন জানিয়েছেন ওই ৪ জন। যদিও বিজেপির দাবি, ক্ষতি না হওয়া সত্ত্বেও টাকা পেয়েছেন ৪ তৃণমূল সমর্থক। তদন্ত শুরু হওয়ায় এখন টাকা ফেরতের নাটক করা হচ্ছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, আংশিক ক্ষতিপূরণের বদলে পুরো টাকা পাওয়ায় ওই ৪ জন টাকা ফেরতের আবেদন জানিয়েছেন, এ নিয়ে বিজেপি রাজনীতি করছে।
এদিকে, ত্রাণের ক্ষতিপূরণের ফর্ম জমা দিতে গিয়ে দক্ষিণ ২৪ পরগনায় ভিড়ের কারণে অসুস্থ দু’তিনজন মহিলা। কুলতলি বিডিও অফিসের সামনে আজ সকালে ওই ঘটনা ঘটে। ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ চেয়ে গ্রামবাসীরা ফর্ম জমা দিতে গিয়েছিলেন বিডিও অফিসে। স্থানীয় সূত্রে খবর, ভিড়ের কারণে দু’তিনজন মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।