বিধ্বংসী সাইক্লোন দেতোয়ার দাপটে শ্রীলঙ্কার বিরাট এলাকা যেন মৃত্যুপুরী।  সাইক্লোনের দাপটি মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে এই সংখ্যা আরও বেশি বলেই আশঙ্কা করা হচ্ছে। সাইক্লোনের পর এখনও খোঁজ নেই ৩৫০-র বেশি মানুষের। এখন সেই সাইক্লোন ভারতমুখী। ইতিমধ্যেই তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলের পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। চেন্নাইতে চলছে একটানা ভারী বৃষ্টি। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে জারি করা হয়েছে কমলা সতর্কতা। 

Continues below advertisement

বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত।  বাতিল করা হয়েছে ৪৭টি উড়ান।  ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) চেন্নাই সহ বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে NDRF এবং SDRF উদ্ধারকারী দলগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী ২৪ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তামিলনাড়ুতে ইতিমধ্যেই আবহাওয়া জনিত কারণে ফলে মৃত্যু হয়েছে ৩ জনের।  বাতিল হওয়া ৪৭টি ফ্লাইটের মধ্যে ৩৬টি অভ্যন্তরীণ এবং ১১টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে আরও ফ্লাইট বাতিল করা হতে পারে।

Continues below advertisement

ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD)- এর তরফে শেষ পাওয়া খবর অনুসারে, ঘূর্ণিঝড়টি ৫ কিমি/ঘন্টা গতিবেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। পুদুচেরি থেকে প্রায় ৯০ কিমি দূরে অবস্থান করছে ঝড়টি। শ্রীলঙ্কায় যেভাবে তছনছ চালিয়েছে ঘূর্ণিঝড়টি, তার থেকে অনেকটাই দুর্বল অবস্থা এখন। তা সত্ত্বেও,প্রশাসন সতর্ক।  তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এলাকাবাসীকে বাড়ির ভিতরে যতটা সম্ভব থাকতে বলা হচ্ছে। জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। 

শেষ পাওয়া খবর অনুসারে, তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় দেতোয়ার প্রভাবে বৃষ্টিপাত থেকে দুর্ঘটনায়  তিন জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন। তিনি জানিয়েছেন, ৩০ নভেম্বর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ।  সন্ধ্যা থেকে বৃষ্টিপাতজনিত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। থুথুকুডি এবং তাঞ্জাভুরে দেয়াল ধসে দুজনের মৃত্যু হয়েছে। মায়িলাদুথুরাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

শ্রীলঙ্কায় উদ্ধারকাজে ভারতীয় বায়ুসেনা

ভারতে প্রতিকূল আবহাওয়ার জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তামিলনাডুতে। শ্রীলঙ্কার কোটমালেতে উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনা।শ্রীলঙ্কায় বিধ্বংসী সাইক্লোনে বিপর্যস্ত কোটমালে। ধসে কোটমালের যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সেখান থেকে ধসে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে বায়ুসেনার হেলিকপ্টার। উদ্ধার করা গিয়েছে যাঁদের, তাঁদের মধ্যে ১২ জনই মাত্র ভারতীয় । ৪৫ জনের মধ্যে রয়েছেন গ্রেট ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, অস্ট্রেলিয়ার নাগরিকও। ৪৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে কলম্বোয় ।