নয়াদিল্লি: তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মান্দাস। সকাল থেকেই তামিলনাড়ুর একাধিক এলাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছিল।  আইএমডি-এর তরফ থেকে জানানো হয়েছিল, চেন্নাই, চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কুদ্দালোর, রানিপেট, ভেলোর এবং তিরুভাল্লুর (Chennai, Chengalpattu, Kanchipuram, Viluppuram, Cuddalore, Ranipet, Vellore and Tiruvallur )সহ প্রায় ২৭টি জেলার স্কুল ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।                                                                                                                                               


মান্দাস পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে হতে মহাবলিপুরমের কাছে পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যবর্তী উপকূল অতিক্রম করবে বলে জানা গিয়েছিল আগেই। সেই মতো বিপদজনক পরিস্থিতি মোকাবিলাও ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ পাওয়া আবহাওয়ার খবর অনুযায়ী ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে হওয়া বইতে পারে। তবে আজ সন্ধের পর থেকে ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে মান্দাস। মহাবলীপূরম ও আশেপাশের অঞ্চলে ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।                                                       


আরও পড়ুন: Recruitment Scam : 'NOC দিতে বেসরকারি কলেজ প্রতি ৬-৮ লক্ষ টাকা নিয়েছেন পার্থ', নিয়োগ 'দুর্নীতি'-র চার্জশিটে বিস্ফোরক তথ্য ইডি-র


তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশে চূড়ান্ত সতর্কতা নেওয়া হয়েছে।  এনডিআরএফ বাহিনীও মোতায়েন করা হয়েছে। চেন্নাইতে। ১৬৯ টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে । অন্যদিকে. বাংলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়।                                                                               


ইতিমধ্যেই তামিলনাড়ু ও চেন্নাইয়ের একাধিক অঞ্চলে হালকা থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই ঝড়ের দাপটে ৬৫টা গাছ উপড়ে গিয়েছে শহর জুড়ে। আপাতত মহাবলীপুরম ও তার আশেপাশের অঞ্চলে এই ঝড়ের প্রভাব রয়েছে।