কলকাতা: মিগজাউমের (Cyclone Michaung) তাণ্ডবে নষ্ট হয়ে গেছে মেরিনা বিচের (Marina Beach) অসংখ্য দোকান। ধ্বংসাবশেষ থেকে তার অবশেষ খুঁজে পেতে মাটি খুঁড়ছেন দোকানের মালিকরা।। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকতের বেহাল ছবি।                                   


মেরিনা বিচ-বঙ্গোপসাগরের ধার বরাবর প্রায় ১৩ কিলোমিটার লম্বা শহুরে সৈকত।  বাংলাদেশের ককক্সবাজারের পর এটিই বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সৈকত। পর্যটকদের কাছে চেন্নাইয়ের এই সৈকতের আকর্ষণই আলাদা। কিন্তু মিগজাউমের প্রভাবে নষ্ট হয়ে গেছে মেরিনা বিচের একের পর এক দোকান। ধ্বংসাবশেষ থেকে যদি কিছু পাওয়া যায়, সেই আশায় মাটি খুঁড়ছেন দোকানের মালিকরা।


শুধু সৈকত নয়, ধ্বংসের ছবি ছড়িয়ে আছে সর্বত্র। জলবন্দি ভেলাসেরি শহর যেন ছোট্ট ভেনিস। চারিদিকে জল, কিন্তু দেখা দিয়েছে পানীয় জলের সঙ্কট। আটকে পড়া মানুষকে উদ্ধারের পাশাপাশি, রোগীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেলেছেড়ি অঞ্চলে পেট্রোল পাম্প ধসে গিয়েছে। নির্মিয়মাণ বাড়ি চলে গেছে মাটির তলায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, খোঁজ নেই তিন জনের।                               


আরও পড়ুন, বৃষ্টি দুর্যোগে আজও ভাসবে বাংলা? কোন কোন জেলায় সতর্কতা? 


অন্যদিকে, মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু। উদ্ধারকাজ চালাচ্ছে বায়ুসেনা। ৯ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় মিগজাউম ধ্বংসের চিহ্ন এঁকে দিয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরির বিস্তীর্ণ এলাকায়। বহু এলাকা বিদ্যুৎহীন। নেই ইন্টারনেট। জলমগ্ন চেন্নাইয়ের কিলপক মেডিক্যাল কেলেজ। জিনিসপত্র নিয়ে বেরিয়ে নিরাপদ জায়গা খুঁজছেন পড়ুয়ারা।                               


তামিলনাড়ু প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব রকম পদক্ষেপ করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে পর্যাপ্ত ত্রাণের। এই পরিস্থিতি তামিলনাড়ুর প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে রয়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় বায়ু সেনা।            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে