মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) সফরে প্রত্যেক ক্রিকেটারের থেকে ম্যাচ জেতানো পারফরম্যান্স চাইছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতীয় দলের হেডকোচ মনে করেন, প্রোটিয়া সফর ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য বেশ চ্যালেঞ্জিং ও কঠিন হতে চলেছে, তাই কোন ২-৩ জন প্লেয়ারের উপর নির্ভর করে থাকলে হবে না। উল্লেখ্য, গতকালই সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলতে দক্ষিণ আফ্রিকা (South Africa) পাড়ি দিয়েছে। তার আগে এক সাক্ষাৎকারে ভারতীয় দলের হেডকোচ জানান, ''দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গের উইকেট ভারতীয় ব্যাটারদের জন্য কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। ওখানে রান করা একেবারেই সহজ নয়। পরিসংখ্যাণ তেমনই জানান দিচ্ছে। আমি নিজেও খেলেছি এই পিচে। ব্যাটারদের জন্য বিশ্বের অন্য়তম কঠিন পিচ। দলের প্রত্যেক ব্য়াটারের জন্য নির্দিষ্ট গেমপ্ল্যান থাকবে। আর সেই মতই অনুশীলন করা হবে।''
রোহিতদের হেডস্যার আরও বলেন, ''আমি কখনওই চাইব না যে সব ব্যাটার একই মানসিকতা নিয়ে ব্য়াটিং করুক। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হবে তাঁদের। দক্ষিণ আফ্রিকার পিচে পারফর্ম করতে হলে কিছুটা মানসিক কাঠিন্য প্রয়োজন। ব্যাট হাতে ক্রিজে নেমে বল বুঝে শট নির্বাচন করতে হবে।'' উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তা চলবে ১৪ তারিখ পর্যন্ত। এরপর ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ২৬ ডিসেম্বর থেকে। দ্বিতীয় টেস্ট শুরু ৩ ডিসেম্বর।
উল্লেখ্য, গত ৩১ বছরে ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। শেষবার যখন ভারত দক্ষিন আফ্রিকার সফরে গিয়েছিল, সেবার ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিয়েছিল প্রোটিয়া বাহিনী। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে টেস্ট সিরিজ হারিয়েছে ভারত। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতেই এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জয় অধরা রয়ে গেছে। রোহিত শর্মার নেতৃত্বে কি সেই অধুরা মাধুরী এবার পূর্ণ হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। এরপর এশিয়া কাপ জিতলেও, বিশ্বকাপের মঞ্চে ফাইনালে ফের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার। এই পরিস্থিতিতে আইসিসি ইভেন্টে জয়ের জন্য মরিয়া ভারতীয় দল।