Cyclone Nisarga Update: মহারাষ্ট্রে মৃত ১, ৯টি ফ্লাইট বাতিল, পরে শুরু স্বাভাবিক বিমান চলাচল

NISARGA UPDATES---মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগ উপকূলের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ।ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া।৬ ঘণ্টা পর থেকে ক্রমশ শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় নিসর্গ।১২৯ বছর পর এমন ঘূর্ণিঝড়ের মুখোমুখি মুম্বই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Jun 2020 10:11 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: এবার আরব সাগর উপকূলে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আজ, বুধবার মুম্বইয়ের নিকটবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন নিসর্গ। মৌসম ভবনের পূর্বাভাস,  ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া--বর্ষার আগেই ঘূর্ণঝড়ের দাপটে চলে যেতে...More

নিসর্গ আপডেট: মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে বিদ্যুতের খুঁটি পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুজরাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।