গুয়াহাটি : ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। মঙ্গলবার উত্তর-পূর্বের চার রাজ্যে ভারী বৃষ্টি ও ধসের জেরে অন্ততপক্ষে ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এদিকে প্রশাসনিক সূত্রের খবর, রেমাল-তাণ্ডবের জেরে রাস্তা ও রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে ওই প্রান্তের আট রাজ্যের জনজীবন থমকে রয়েছে। 


রেমাল-তাণ্ডবের প্রভাবে মিজোরামের আইজওয়াল জেলায় একটি খনিতে ধস নেমে ২১ জনের মৃত্যু হয়েছে। এই ২১ জনকে নিয়ে রাজ্যে মোট প্রাণহানির সংখ্যা ২৭। নাগাল্যান্ডে মৃত্যু হয়েছে চার জনের, অসমে তিন জনের ও মেঘালয়ে দুই জনের।


বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার জেরে যে শুধু ধসের ঘটনা ঘটেছে তা-ই নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


অসমে ৩ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ৭ জন। এই ঘটনাগুলি ঘটেছে কামরূপ, কামরূপ (মেট্রো) ও মরিগাঁও জেলায়। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রের খবর, সোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি স্কুল বাসের উপর ভেঙে পড়ে গাছের ডাল। যার জেরে আহত হয়েছে ১২ জন ছাত্র। এর পাশাপাশি বিভিন্ন ঘটনায় মরিগাঁওয়ে আরও ৫ জন আহত হয়েছেন। প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।


এদিকে ত্রিপুরায় ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হয়েছে। হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ অংশেই এই বেগে ঝড় হয়েছে। সামগ্রিকভাবে ত্রিপুরায় ৪৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ১৫টি ত্রাণ শিবিরে আশ্রয় নেন ৭৫০ মানুষ।


বঙ্গে রেমাল-


এদিকে ঘূর্ণিঝড় রেমাল সরতেই এক ধাক্কায় ৪-৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। গুমোট গরমে ফের বাড়বে অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ফের ৩০ ছুঁইছুঁই, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আকাশ মূলত মেঘলা থাকবে, হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 


উত্তরবঙ্গে খারাপ আবহাওয়া। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি, এই তিন জেলায় আজ এবং কাল ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


অন্যদিকে, শনিবার দক্ষিণবঙ্গে ভোট রয়েছে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বঙ্গে কবে ঢুকবে বর্ষা? আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলে ঢুকলে তবেই জানা যাবে দিনক্ষণ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।