কলকাতা: ইয়াসের দাপট কমলেও আজও কলকাতার একাংশ জোয়ারের জলে ভাসার সম্ভাবনা। দুপুরে জোয়ারের সময় গঙ্গার জলস্তর উঠতে পারে প্রায় সাড়ে ১৭ ফুটের কাছে। কলকাতা পুরসভা জানিয়েছে, গতকালের মতো আজও বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে গঙ্গার সব লকগেট। সেইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে কলকাতা পুরসভা।


ইয়াসের রুদ্র-রূপে লণ্ডভণ্ড দীঘা থেকে সুন্দরবন। জলের তলায়, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলভাগের বিস্তীর্ণ অংশ। তবে, এখানেই কাটেনি উদ্বেগের প্রহর। বুধবার রাত ও বৃহস্পতিবার রাজ্যে নদী তীরবর্তী এলাকায় জোয়ারের ভরা কটালে প্লাবনের আশঙ্কা রয়েছে বলে গতকাল জানায় আলিপুর আবহাওয়া দফতর। গতকাল, হাওয়া অফিস জানায়, গঙ্গার জলস্তর ৫ ফুট বেড়ে যেতে পারে। ফলে, গঙ্গা তীরবর্তী নীচু জায়গা জলমগ্ন হয়ে পড়বে।


ইয়াস আছড়ে পড়ার পরই গতকাল থেকে জল জমতে শুরু করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়।  আর এরপরই পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয় কলকাতা পুরসভা। তাই এদিন কলকাতা পুরসভা অঞ্চলের মধ্যে পড়ে এমন সব লকগেট বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত গঙ্গার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কলকাতা পুরসভা আশ্বাস দিয়ে জানিয়েছে, এইসময় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকলেও লকগেট খোলার পর জল দ্রুত নেমে যাবে।  


উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে। শক্তিক্ষয় হওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাবেই ঝাড়খণ্ড ও বিহার লাগোয়া এ রাজ্যের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। এছাড়া, আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও।