আগরতলা: রোজগার বলতে দিনমজুরি। তবু লকডাউনে বাড়ি ফিরে আসার মরিয়া চেষ্টায় জীবনের এতদিনের উপার্জন মুহূর্তে ফুরিয়ে ফেলতে দ্বিধা করেননি গোবিন্দ দেবনাথ। ৩০,০০০ টাকা খরচ করে অসম থেকে ত্রিপুরার বাড়ি এসে পৌঁছন তিনি। আর তারপর?
লকডাউন শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে সামনে এসেছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার চেষ্টার গল্প। হাজার হাজার মাইল তাঁরা হেঁটে চলেছেন শুধু বাড়ি ফিরে আসার জন্য, এই সঙ্কটে পরিবারের কাছে থাকার জন্য। ব্যতিক্রম নন ৩৭ বছরের গোবিন্দ দেবনাথও। অসমে দিনমজুরি করে সংসার চালানো গোবিন্দ লকডাউনের মধ্যে ৩০,০০০ টাকা খরচ করে গাড়ি ভাড়া করেন। ২ দিন ধরে সফর করে এসে পৌঁছন আগরতলার বাড়ি। আসার পর নিয়মমাফিক তাঁর করোনা পরীক্ষা হয়।
কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাঁর স্ত্রী তাঁকে বাড়িতে ঢুকতে দেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, নিজের মা ও মেয়ের শরীরের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত। ফলে আগামী ১৪দিন কোয়ারান্টাইন সেন্টারেই গোবিন্দকে থাকতে হবে।
৩০,০০০ টাকা খরচ করে ত্রিপুরার বাড়ি পৌঁছলেন এই শ্রমিক, ‘পরিজন’ ঢুকতেই দিল না
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 May 2020 07:46 AM (IST)
কিন্তু পরীক্ষার ফল নেগেটিভ এলেও তাঁর স্ত্রী তাঁকে বাড়িতে ঢুকতে দেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, নিজের মা ও মেয়ের শরীরের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -