ভারতের চেয়ে আমেরিকা বেশি সুরক্ষিত! লকডাউনেই স্বামী-সন্তানদের নিয়ে লস অ্যাঞ্জেলেসে সানি লিওন, কী করে গেলেন উঠছে প্রশ্ন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2020 10:54 PM (IST)
সানি আর ড্যানিয়েল দুজনেই আমেরিকার নাগরিক।
মুম্বই: লকডাউনের মধ্যেই সন্তানদের নিয়ে ভারত ছাড়লেন সানি লিওন। স্বামী ড্যানিয়েল ও তিন সন্তান নিশা, নোয়া, আশকে নিয়ে তিনি উড়ে গেলেন আমেরিকায়। সানির মনে হয়েছে, সেখানে তাঁরা অনেক সুরক্ষিত থাকবেন। যদিও তাঁর সিদ্ধান্তে বিস্মিত অনেকে। কারণ, মার্কিন মুলুকে করোনা পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক। এই লকডাউনের মধ্যে কীভাবে তাঁরা উড়ে গেলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। সানি তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন, 'মাতৃত্ব দিবসের শুভেচ্ছা সকল মাকে। মা হলে জীবনে অনেক রকম দায়িত্ব বেড়ে যায়। তখন সন্তানরাই প্রথম। তাই আমি আর ড্যানিয়েল আমাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে যাওয়াই ঠিক মনে করলাম। কারণ এই মুহূর্তে মহারাষ্ট্রের যা অবস্থা তার চেয়ে ওখানে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারব। করোনার সংক্রমণ থেকে সন্তানদের কীভাবে রক্ষা করব সেটাই এখন আমার প্রথম চিন্তা'। প্রসঙ্গত, সানি আর ড্যানিয়েল দুজনেই আমেরিকার নাগরিক।