কলকাতা: আগামী ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন মহালয়া। মহালয়ার দিন সকালে বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দির খোলা থাকবে দ্বিতীয়ার্ধে দুপুর ৩টা থেকে রাত সাড়ে ৮টা।
পাশাপাশি, বদলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির দর্শনের সময়ও। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরিস্থিতিতে এত দিন সকালে মন্দির খোলা ছিল ৭টা থেকে ১০টা। আগামী ১৮ তারিখ থেকে খোলা থাকবে সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।এতদিন দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মন্দির খোলা ছিল। বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকে খোলা দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।গত ১৩ জুন খুলেছে মন্দিরের দরজা। স্বাস্থ্য বিধি মেনে ঢুকতে হচ্ছে ভক্তদের। এতদিন সকাল ও বিকেল মিলিয়ে ৬ ঘণ্টা খোলা ছিল মন্দির। মহালয়ার পরের দিন থেকে মন্দির খোলা ১০ ঘণ্টা।