হরদৌই জেলায় ভিন জাতের এক মহিলার সঙ্গে সম্পর্ক রাখায় দলিত ছেলেটিকে পুড়িয়ে মারার অভিযোগ। দলিত ছেলেটির মৃত্যুর পরিণতি ভয়াবহ হয়েছে, তাঁর মা-ও মারা গিয়েছেন বলে দাবি তাঁর আত্মীয় স্বজনদের। সুরজেওয়ালার অভিযোগ, রাজনৈতিক সুযোগসন্ধানী ক্ষমতাসীন শাসকরা চুপ করে রয়েছে। তিনি বলেন, না মহিলারা, না দলিত ও পিছিয়ে পড়া সম্প্রদায়, কেউই নিরাপদ নয় উত্তরপ্রদেশে। ভিন জাতের মহিলার সঙ্গে ‘সম্পর্ক’, দলিত যুবককে পুড়িয়ে হত্যা উত্তরপ্রদেশে
Web Desk, ABP Ananda | 17 Sep 2019 01:41 PM (IST)
দলিত ছেলেটির মৃত্যুর পরিণতি ভয়াবহ হয়েছে, তাঁর মা-ও মারা গিয়েছেন বলে দাবি তাঁর আত্মীয় স্বজনদের।
নয়াদিল্লি: ২০ বছরের দলিত ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের তীব্র নিন্দা কংগ্রেসের। রাজনৈতিক লক্ষ্য পূরণে রাজ্যের সামাজিক কাঠামোকে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা হিন্দিতে ট্যুইট করেছেন, বিজেপি শাসনে আরও এক দলিতকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল। এটা অমানবিক, লজ্জাজনক। উত্তরপ্রদেশে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তার সামাজিক কাঠামোয় আঘাত করা হচ্ছে।