মুম্বই: দুঁদে রাজনীতিবিদ, কিন্তু পড়াশোনা মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত। যদি পরিস্থিতির বদলে তাঁরই ইচ্ছা হয় দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা চালানোর? ঠিক এমনই একটি গল্প বলবে 'দশভি'। আজ মুক্তি পেল অভিষেক বচ্চন, ইয়ামি গৌতম ও নিমরত কৌর অভিনীত নতুন ছবি 'দশভি'-র ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় সমস্ত কলাকুশলীদের সঙ্গে এই ট্রেলার শেয়ার করে নিয়েছেন অভিষেক বচ্চনও। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন তিনি। আর ছেলের শেয়ার কর ট্রেলার দেখে মুগ্ধ বাবা অমিতাভ বচ্চনও। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন সেই কথা। 


গতকাল অর্থাৎ মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির অভিনেতা অভিনেত্রীদের লুক শেয়ার করে নিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্টার শেয়ার করে অভিষেক লিখেছিলেন, 'গঙ্গারাম চৌধুরী আমার নাম'। তিনি শেয়ার করে নিয়েছেন নিমরত ও ইয়ামির লুকও। ইয়ামির ছবি শেয়ার করে অভিষেক লেখেন, 'জ্যোতি জী খুব কঠিন, ট্রেলারের আর কিছুটা সময় বাকি।' নিমরত কৌরের ছবি শেয়ার করে অভিষেক জানিয়েছেন, চিত্রনাট্য অনুযায়ী নিমরত তাঁর পত্নী। 


এই ছবিতে ইয়ামি গৌতম অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে নিমরত কৌরকে দেখা যাবে এক রাজনীতিকের ভূমিকায়। সিনেমার পরিচালকের থাকছেন আসনে তুষার জালোটা। আর জিও স্টুডিওর সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনায় রয়েছেন দীনেশ বিজন। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে।


আরও পড়ুন: ফেলুদার শ্যুটিং করতে গিয়ে কখনও হ্যারি পটার, কখনও স্নেপ হচ্ছেন সৃজিত!


এর আগে নিজের ইনস্টাগ্রামে সিনেমার টিজার শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে ছবিতে তাঁর চরিত্রের খানিক ঝলকও দেখতে পাওয়া গিয়েছিল। জেলবন্দি এক আসামীর চরিত্রে দেখা যাবে তাঁকে, যে তাঁর শিক্ষার অধিকার (Right to education) নিয়ে কণ্ঠ তুলবেন।  এছাড়া ছবির একটি নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। যেখানে সাদা পাজামা-পাঞ্জাবি পরে দেখা যাচ্ছে অভিনেতাকে। বেশ কিছু বইয়ের তাকের মাঝে একটি টেবিলে তাঁকে দাঁড়িয়ে  থাকতে দেখা যাচ্ছে।


ছবি ট্রেলারের নিজে অমিতাভ বচ্চনের মন্তব্য, 'ইও হো.. আবার.. ইও হো... দারুণ'। এখন অপেক্ষা কেবল ৭ এপ্রিলের।