কলকাতা: মারাত্মক চাঞ্চল্যকর এক তথ্য জানাচ্ছেন ইন্টারনেট সুরক্ষা গবেষকরা। ভারতের প্রায় ৭০ লক্ষ ডেবিট অথবা ক্রেডিট কার্ডধারীর নাম, ফোন নম্বর, ইমেল আইডি এবং আয়ের বিবরণ-সহ ব্যক্তিগত তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে। এ সব তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে।


সুরক্ষা গবেষক রাজশেখর রাজাহরিয়া জানিয়েছেন, ফাঁস করা তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ই–মেল, কোন সংস্থার কর্মী ও বার্ষিক আয়। ফাঁস হওয়া ডেটার আকার ২জিবি, এর মধ্যে রয়েছে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহারকারীর সুইচ অন মোবাইল অ্যালার্ট আছে কি নেই। বিষয়টি ব্যাখ্যা করে রাজাহরিয়া বলেন, ‘‌এই তথ্য ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যেকার। এটা স্ক্যামার ও হ্যাকারদের জন্য খুবই মূল্যবান ‌কারণ তারা ফিশিং বা অন্যান্য হামলার জন্য ব্যক্তিগত যোগাযোগের বিশদ ব্যবহার করতে পারে।'‌ তবে ফাঁস হওয়া তথ্যে কার্ড নম্বর নেই।


পাঁচ লক্ষ কার্ড ব্যবহারকারীদের প্যান নম্বরও ফাঁস হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। ফাঁস হওয়া অধিকাংশ তথ্যই সঠিক। যদিও এটা এখনও যাচাই করে দেখা হয়নি যে ৭০ লক্ষ ব্যবহারকারীর ডেটা ফাঁসের অভিযোগ আদৌ ঠিক না ভুল। তবে ইন্টারনেট গবেষকরা এই তথ্যগুলি ক্রস চেক করে দেখেছেন এবং অধিকাংশ তথ্যই সঠিক। রাজাহরিয়া বলেন, ‘‌আমার মনে হয় কেউ এই ডেটা বা ‌লিঙ্ক ডার্ক ওয়েবে বিক্রি করেছে এবং পরে তা প্রকাশ্যে চলে আসে। আর্থিক তথ্য ইন্টারনেটে সবচেয়ে মূল্যবান তথ্য।'‌ তিনি মনে করছেন, তৃতীয় পক্ষের পরিষেবা সরবরাহকারীদের মাধ্যমে এটা ঘটতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ক্রেডিট অথবা ডেবিট কার্ড বিক্রির জন্য ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো সংস্থার মাধ্যমে এই তথ্য ফাঁস হতে পারে।