নয়াদিল্লি: বাবা সুপ্রিম কোর্টে (Suprme Court Cook Daughter) রাঁধুনির কাজ করেন। সেই সূত্রে অল্পবয়স থেকে বিচারপতি ও আইনজীবীদের দেখে এসেছেন প্রজ্ঞা শামল (Success Story)। এবার নিজেও সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য বড়সড় একটা লাফ দিলেন। আমেরিকার দুই সেরা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্য়ালিফোর্নিয়া এবং ইউনিভার্সিটি অফ মিশিগানে আইন নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ পেয়েছেন ২৫ বছরের তরুণী। পেয়েছেন মার্কিন স্কলারশিপও। এমন সাফল্যকে কুর্নিশ জানাতে প্রজ্ঞাকে সংবর্ধনা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ (Chief Justice Of Supreme Court DY Chandrachud) বাকি বিচারপতিরা।


বিশদ...
প্রজ্ঞার বাবা অজয় কুমার শামল শীর্ষ আদালতে রাঁধুনির কাজ করেন। সেই আদালত চত্বরেই, জাজেস লাউঞ্জে, বিচারের কাজকর্ম শুরুর আগে জড়ো হয়েছিলেন বিচারপতিরা। প্রজ্ঞা আসতেই তাঁকে প্রথমে সকলে মিলে 'স্ট্যান্ডিং ওভেশন' দেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, 'আমরা জানি, প্রজ্ঞা যা করেছেন নিজের চেষ্টায় করেছেন। কিন্তু আমরা এটাও সুনিশ্চিত করতে চাই যে ওঁর যা যা দরকার, সেটা যেন পান...আমরা চাই ফিরে এসে দেশের কাজে লাগুন।' সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি ২৫ বছরের তরুণীকে সংবিধানের উপর ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই উপহার দেন। প্রত্যেকটি বইয়েই শীর্ষ আদালতের বিশিষ্ট ব্যক্তিত্বদের সই রয়েছে। সম্মানিত করা হয় প্রজ্ঞার অভিভাবকদের, পরিয়ে দেওয়া হয় উত্তরীয়। 


নিজের ব্যাপারে...
বাবার কাজের সুবাদে ছোটবেলা থেকেই যে আইনজীবী-বিচারপতিদের দেখে এসেছেন, সে কথা নির্দ্বিধায় জানিয়েছেন ২৫ বছরের তরুণী। সেখান থেকেই আইনি পেশার সঙ্গে যুক্ত হবেন বলে ভাবনা তৈরি হয়েছিল তাঁর। সংবাদমাধ্যমকে বলেন, 'এদেশে আইনকে যদি পেশা হিসেবে নেওয়ার আকাঙ্খা থেকে থাকে, তা হলে আপনাকে সাহায্য় করার মতো অনেককেই পাশে পাবেন। এমনকি আপনার বাড়িতে যদি আপনিই প্রথম আইনজীবী হন, তাহলেও এই ইতিবাচক মনোভাবটুকু রাখা দরকার।' সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের থেকে যে সাহায্য তিনি পেয়েছেন, তাতে দৃশ্যতই আপ্লুত ছিলেন প্রজ্ঞা। বিশেষত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে অনুপ্রেরণা, সে কথাও বলেন সংবাদমাধ্যমকে। তাঁর কথায়, 'কোর্টে শুনানির লাইভ স্ট্রিমিং হওয়ায় এখন সকলেই ওঁর বাগ্মিতার কথা জানেন। আইনি পেশায় রয়েছেন, এমন তরুণ মস্তিষ্কগুলোকে উনি তৈরি করেন। ওঁর কথাগুলো অমূল্য। উনি আমাদের রোল মডেল।' 


আরও পড়ুন:সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ECI-কে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য দিল SBI


Education Loan Information:

Calculate Education Loan EMI