নয়াদিল্লি: করোনায় আক্রান্ত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। সংক্রমিত তাঁর স্ত্রী-ও। এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
খবরে প্রকাশ, দাউদের ব্যক্তিগত কর্মী ও বডিগার্ডদের কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। মুম্বইয়ের ডোংরিতে জন্ম নেওয়া দাউদ ইব্রাহিম কস্কর, বর্তমানে করাচিতে বসবাস করেন। তাঁর বাবা বম্বে পুলিশের হেড কনস্টেবল ছিলেন। ভারতের মোস্ট ওয়ান্টেড টেররিস্টের তালিকার শীর্ষে রয়েছেন দাউদ। ১৯৯৩ সালে বম্বে বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদ। তাঁর বিরুদ্ধে একাধিক নোটিশ জারি করেছে ইন্টারপোলও।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর বর্তমানে করাচির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন দাউদ ইব্রাহিম। তাঁর স্ত্রী মেহজাবিন ওরফে জুবিনা জারিনাও পজিটিভ হয়েছেন। তাঁকেও ওই হাসপাতালে রাখা হয়েছে। ২০০৩ সালে তাঁকে বিশ্ব-সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। বম্বে বিস্ফোরণের জন্য তাঁর মাথায় ২৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্য ধার্য করা হয়েছে।
দাউদ ইব্রাহিমকে বিশ্বের "১০ মোস্ট ওয়ান্টেড" ফেরারের অন্যতম তকমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।