কলকাতা : দক্ষিণবঙ্গে বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে ৩২। বীরভূম ও বাঁকুড়ায় বজ্রপাতে নতুন করে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে মোট মৃত বেড়ে ৩২।


জানা গিয়েছে, মঙ্গলবার রাত আটটা নাগাদ বাঁকুড়ার ইন্দপুরের গৌরবাজারের দুই ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়। তাঁদের নাম দয়াময় ডাঙর( ৩২) ও মনোরঞ্জন মাল (২৮)। স্থানীয়রা উদ্ধার করে ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একজন আহতের চিকিৎসা চলছে।


অন্যদিকে বীরভূম জেলায় মৃতদের একজনের বাড়ি সিউড়ি বিধানসভার অন্তর্গত রাজনগরে, আর অপরজনের বাড়ি বোলপুর বিধানসভার অন্তর্গত রূপপুরে।


রাজ্যে বজ্রপাতে এতজনের মৃত্যুর ঘটনায় ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে, আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানানো হয়েছে। সমবেদনা জানাতে মৃতদের পরিবারের সঙ্গে আগামী বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল যাবেন বহরমপুর-রঘুনাথগঞ্জে । পরশু তিনি যাবেন খানাকুল, হরিপাল ও পোলবায়।


এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। মাঝে মধ্যে প্রাক বর্ষার বজ্র বিদ্যুত্‍সহ বৃষ্টি হলেও গরম কমবে না। 


সোমবারই অবশ্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় প্রাক বর্ষার বৃষ্টি হয়েছে। এদিন বিকেলে কলকাতার আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়। রাতেও শহরের বুকে নামে বৃষ্টি। হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতেও ভালই বৃষ্টি হয়েছে। 


রবিবারই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেছে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


এদিন হাওড়াতেও ঝড় বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটেছে। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে এদিন বিকেলে ঝড় বৃষ্টির সময় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় ২ কিশোর। সেইসময় গঙ্গায় ভাটার টানও ছিল। পরে দুজনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‍সকরা মৃত বলে ঘোষণা করেন।