কলকাতা : কসবাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। এবার ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় ও অতীন ঘোষের সঙ্গে একই ফলকে নাম দেখা গেল দেবাঞ্জনের। পশ্চিমবঙ্গের যুগ্ম সচিব পরিচয়ে নেতা-মন্ত্রীর সঙ্গে ফলকে নাম রয়েছে দেবাঞ্জনের ! তালতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে তাঁর নাম দেখা গিয়েছে! বিষয়টি সামনে আসার পর শোরগোল পড়ে যায়।
অভিযোগ, শুধু যাঁরা ভ্যাকসিন নিয়েছেন বা যাঁরা দেবাঞ্জনের অফিসে কাজ করতেন তাঁরাই নন, এই দেবাঞ্জনের প্রতারণার জালের শিকার আরও অনেকেই। ঠিক যেমন শিকার হয়েছেন তালতলার ত্রিপুরা শঙ্করসেন শাস্ত্রী স্মৃতি গ্রন্থাগারের সদস্যরা। জানা গেছে, এই এলাকায় দেবাঞ্জনের যাতায়াত ছিল। ২৬ ফেব্রুয়ারি তালতলায় ৫৩ নম্বর ওয়ার্ডে শীতলামন্দিরের কাছে কবিগুরুর মূর্তির উন্মোচন অনুষ্ঠান হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, তাপস রায় ও অতীন ঘোষরা। মূর্তির আবরণ উন্মোচন করেন ফিরহাদ হাকিম(ফলকে উল্লেখ)। ফলকে তার নিচেই মুখ্য উপদেষ্টা হিসাবে নাম রয়েছে দেবাঞ্জন দেবের। তার পদ হিসাবে উল্লেখ রয়েছে- পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব।
জানা গেছে, অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের সঙ্গে উপস্থিত ছিল দেবাঞ্জন। সেই মঞ্চেই অতিথিদের সঙ্গে বসে ছিল। এমনকী বক্তৃতাও দেয়। অনুষ্ঠানের আয়োজকরা জেনেছিলেন, দেবাঞ্জন দেব পশ্চিমবঙ্গ সরকারের যুগ্মসচিব। তবে দেবাঞ্জন দেবের নামটি কালো কালি দিয়ে মোছার চেষ্টা করা হয়েছে। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পরই সম্ভবত কেউ বা কারা নামটি মোছার চেষ্টা করেন বলে অভিযোগ।
প্রসঙ্গত, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার কসবার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেসন ড্রাইভের আয়োজন করা হয়। সচেতনতা প্রচারে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল মিমি চক্রবর্তীকেও। সেই ক্যাম্পে গিয়েই নিজের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মিমি। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কোনও সার্টিফিকেট না আসায় সন্দেহ হয় মিমির। খোঁজ নিয়ে জানেন, ওই ক্যাম্পে ভ্যাকসিন নেওয়া কারোরই সার্টিফিকেট আসেনি। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন মিমি। পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, দেবাঞ্জন দেব নামে ওই ব্যক্তি ভুয়ো আইএএস অফিসার ও জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের পরিচয় দিয়ে ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করেছিলেন।