নয়াদিল্লি: ভারত-বিরোধী কার্যকলাপে যুক্ত বলেই ই-বিজনেস ভিসা বাতিল করা হয়েছে ব্রিটিশ লেবার এমপি ডেবি অ্যাব্রাহামসের। বাতিলের পদক্ষেপ তাঁকে ১৪ ফেব্রুয়ারি জানিয়েও দেওয়া হয়। সরকারি সূত্র মঙ্গলবার জানিয়েছে এ কথা। তিনি ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজকর্মে সামিল বলে অভিযোগ করেছে কেন্দ্র।
সোমবার নয়াদিল্লি বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ডেবিকে, যা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে। তিনি কাশ্মীর সংক্রান্ত ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির চেয়ারম্যান। গত বছর জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সেজন্যই তাঁকে ভারতে ঢোকার অনুমতি না দেওয়ার অভিযোগ ওঠে।
পরদিনই ভারত সরকারের তরফে জানানো হল, ভিসা বা ইলেকট্রনিক ভ্রমণসংক্রান্ত অনুমতি প্রদান, বাতিল বা প্রত্যাহার, পুরোটাই কোনও দেশের চূড়ান্ত অধিকারের মধ্যে পড়ে। ডেবিকে গত বছরের ৭ অক্টোবর ই-বিজনেস ভিসা দেওয়া হয়, যার মেয়াদ রয়েছে ২০২০-র ৫ অক্টোবর পর্যন্ত। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বৈঠক, আলোচনায় যোগ দিতেই তাঁকে ওই ভিসা মঞ্জুর করা হয়।
সরকারি সূত্রটি বলেছে, কোনও সময়েই ব্যবসা সংক্রান্ত বৈঠকে যোগদানের জন্য ইস্যু করা ই-বিজনেস ভিসাকে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার জন্য ব্য়বহার করা যায় না, যেমনটা উনি দাবি করেছেন।
সূত্রে বলা হয়েছে, ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে প্রশ্রয়, মদত দেওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি তাঁর ই-বিজনেস ভিসা প্রত্যাহার করা হয়। সেদিনই তাঁকে এই সিদ্ধান্ত জানানো হয়। সোমবার সরকারি কর্তারা জানিয়েছিলেন, ডেবিকে ই-বিজনেস ভিসা বাতিলের বিষয়টি আগাম জানানো হয়েছিল।
এদিকে ডেবি ট্যুইট করেছেন, খুবই হতাশার ব্যাপার যে, এক বন্ধু আরেক বন্ধুর সম্মান বজায় রেখে তাঁর সমালোচনা করতে পারছেন না।এটা কি সুস্থ গণতন্ত্রের নমুনা? তাঁর ভিসার মেয়াদ যে এ বছরের অক্টোবর পর্যন্ত ছিল, প্রমাণ করতে ভিসার একটি ছবিও পোস্ট করেন ডেবি।