প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে ৫ কোটি ফলোয়ার, নয়া নজির বিরাটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2020 04:03 PM (IST)
আন্তর্জাতিক তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার জুভেন্তাস ও পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
নয়াদিল্লি: ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেল। তিনিই প্রথম ভারতীয়, ইনস্টাগ্রামে যাঁর ফলোয়ার সংখ্যা এত বেশি। ফলে নয়া নজির গড়লেন তিনি। এখনও পর্যন্ত ৯৩০টি ছবি পোস্ট করেছেন তিনি। ৪৮০ জনকে ফলো করেন ভারতের অধিনায়ক। ৩১ বছর বয়সি এই ক্রিকেটার ভারতের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক ক্রীড়াজগতেও তিনি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। ডাফ অ্যান্ড ফেলপস নামে একটি আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, পরপর তিন বছর ব্র্যান্ড ভ্যালুয়েশনের তালিকার শীর্ষে বিরাট। ২০১৯ সালে তাঁর ব্র্যান্ড ভ্যালু ৩৯ শতাংশ বেড়ে হয় ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যার বিচারে ভারতীয়দের মধ্যে বিরাটের পরেই দ্বিতীয় স্থানে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তাঁর ফলোয়ার সংখ্যা ৪৯.৯ মিলিয়ন। তৃতীয় স্থানে অপর এক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর ফলোয়ার সংখ্যা ৪৪.১ মিলিয়ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা ৩৪.৫ মিলিয়ন। আন্তর্জাতিক তারকাদের মধ্যে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার জুভেন্তাস ও পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁর ফলোয়ার সংখ্যা ২০০ মিলিয়নেরও বেশি।